scorecardresearch

ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে গেল ১৯টি তাজা প্রাণ

আহত হয়েছেন ৩২ জন।

bomb blast
প্রতিকী ছবি।

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুড়ঙ্গে তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩২ জন। সালাং টানেল দেশের উত্তরের সঙ্গে দক্ষিণের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ পথ। এই টানেল ১৯৬০-এর দশকে নির্মিত হয়। স্থানীয় প্রশাসন সূত্রে খবর শনিবার রাত সাড়ে ৮টার নাগাদ এই ঘটনা ঘটে। যদিও ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি।

স্থানীয় কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আফগানের বলেন, এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪টি লাশ উদ্ধার করা হয়েছে। পারওয়ান প্রদেশের মুখপাত্র হিমাতুল্লাহ শামীম বলেছেন, একদিন আগে সুড়ঙ্গে বিস্ফোরণ হয়। এতে মহিলা ও শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। তিনি বলেন, এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকেই আটকে পড়ে রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: [ রয়েছে ‘অ্যান্টি-সাবমেরিন’ রকেট লঞ্চার, নৌবাহিনীর শক্তি বাড়াবে আইএনএস মুরমুগাও ]

পারওয়ান প্রদেশের মুখপাত্র সাইয়েদ হিমাতুল্লাহ শামীম জানিয়েছেন, শনিবার রাতে টানেলে বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দু্টি শিশু রয়েছে। বিষ্ফোরণের তীব্রতা এতটাই গুরুতর ছিল যে আগুনের গ্রাসে সকলেই ঝলসে গেছেন এবং তাদের পরিচয় জানা যায়নি। এই বিষয়ে সরকারি মুখপাত্র মৌলভি হামিদুল্লাহ মিসবাহ বলেছেন, “আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং উদ্ধারকারী দলের সদস্যরা এখনও টানেলটি পরিষ্কার করার জন্য কাজ করছেন।” এ পর্যন্ত ১৪ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা এই মুহূর্তে স্পষ্ট নয়। শনিবার রাত সাড়ে ৮টার নাগাদ এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আফগানিস্তানের রাজধানী কাবুলে, নভেম্বরে দুটি ট্যাঙ্কার বিস্ফোরণে ১৫ জন নিহত এবং ২৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, এই ঘটনায় একটি বাসের ক্ষতি হয়েছে। অন্যদিকে গ আগস্ট মাসে কাবুলের একটি মসজিদের কাছে বিস্ফোরণে আটজন নিহত ও ১৮ জন আহত হয়েছিলেন।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Fuel tanker tunnel blast kills at least 19 in afghanistan