/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/rail.jpg)
প্রতীকী ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
লকডাউনের মধ্য়েই প্রায় ২ মাস পর মঙ্গলবার থেকে ফের রেলপথে গড়াবে ট্রেনের চাকা। মঙ্গলবার থেকে দূরপাল্লার যাত্রীবাহী প্য়াসেঞ্জার ট্রেন চালু হতে চলেছে। করোনা পরিস্থিতিতে নিয়ম মেনেই দেশে কাল থেকে ছুটবে ট্রেন। নয়া দিল্লি থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে ১৫টি ট্রেন যাত্রা শুরু করবে। আজ থেকেই ট্রেনের বুকিং শুরু হয়েছে।
কোন কোন ট্রেন চালু হচ্ছে? গন্তব্য় কোথায়?
তৃতীয় দফার লকডাউনের মধ্য়ে মঙ্গলবার থেকে বিশেষ ১৫টি দূরপাল্লার ট্রেন দৌড়বে। নয়া দিল্লি-ডিব্রুগড়, নয়া দিল্লি-আগরতলা, নয়া দিল্লি- হাওড়া, নয়া দিল্লি-পটনা, নয়া দিল্লি-বিলাসপুর, নয়া দিল্লি-রাঁচি, নয়া দিল্লি-ভুবনেশ্বর, নয়া দিল্লি-সেকেন্দ্রাবাদ, নয়া দিল্লি-বেঙ্গালুরু, নয়া দিল্লি-চেন্নাই, নয়া দিল্লি-তিরুবনন্তপুরম, নয়া দিল্লি-মাদগাঁও, নয়া দিল্লি-মুম্বই সেন্ট্রাল, নয়া দিল্লি-আহমেদাবাদ, নয়া দিল্লি-জম্মু তাওয়াই, এই ১৫টি ট্রেনই চালু হচ্ছে।
Timings of the special trains @IndianExpresspic.twitter.com/dMeEghHrcf
— Avishek Dastidar (@avishekgd) May 11, 2020
আরও পড়ুন: লকডাউন পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠকে মোদী
সোমবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, বিশেষ রাজধানী ট্রেনে চড়ার জন্য় ট্রেন ছাড়ার ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছোতে হবে যাত্রীদের। কম্বল, খাবার, বেডশিট নিজেদেরকেই বাড়ি থেকে আনতে হবে যাত্রীদের ।
ট্রেনের টিকিট আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে কাটা যাবে। ট্রেনের ভাড়া রাজধানী এক্সপ্রেসের মতোই হবে। ট্রেনের কোচগুলি বাতানকূল।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন