Advertisment

'টিকায় জব্দ নয় ডেল্টা!' ডবল ডোজ গ্রাহকও সংক্রমিত করছে অন্যদের, দাবি ল্যান্সেটের

Covid Delta Variant: চলতি করোনা টিকাগুলো অতিমারি থেকে প্রাণহানি এবং আশঙ্কাজনক সংক্রমণ রুখে দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

Covid Delta Variant: কোনও ব্যক্তি টিকার দুটি ডোজ নিলেও, তিনি ডেল্টা প্রজাতির বাহক হিসেবে কাজ করছে। যারা টিকা নেয়নি তাঁদেরকে সংক্রমিত করতে পারছে।  ল্যান্সেট জার্নালের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

Advertisment

সেই রিপোর্টে উল্লেখ, করোনার টিকার দুটি ডোজ নিলেও ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকছে। সেই ঝুঁকি কম হলেও অন্যকে সংক্রমিত করার ক্ষমতা রাখছেন তাঁরা। তবে যারা টিকার কোনও ডোজ নেয়নি বা টিকা ডোজ অসম্পূর্ণ, তাঁদের ডেল্টায় সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক বেশি। চলতি করোনা টিকাগুলো অতিমারি থেকে প্রাণহানি এবং আশঙ্কাজনক সংক্রমণ রুখে দিয়েছে। কিন্তু কোনওভাবেই পুরো জব্দ করতে পারছে না ডেল্টাকে। এমনটাই সাম্প্রতিক সমীক্ষা উল্লেখ করে দাবি করেছে ল্যান্সেট।

জার্নালের প্রতিবেদনে উল্লেখ, এখন বেশিরভাগ সংক্রমণ পারিবারিক ভাবে বা পরিবারের সদস্যদের মধ্যে ছড়াচ্ছে। তবে টিকাগ্রাহকদের মধ্যে ডেল্টা উপসর্গহীন বা মৃদু সংক্রমণ হিসেবে বাসা বাঁধছে।

এদিকে, গতকালের চেয়ে করোনার দৈনিক সংক্রমণ খানিকটা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু-হার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৪৮ জন। একদিনে করোনার বলি আও ৮০৫। গতকালের চেয়ে একধাক্কায় মৃতের সংখ্যা বেশ খানিকটা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৩ হাজার ১৯৮ জন।

দিওয়ালির মুখে দেশজুড়ে করোনার দৈনিক সংক্রমণের ওঠানামা জারি। গতকালের চেয়ে এদিন দেশের দৈনিক সংক্রমণ খানিকটা কমলেও মৃতের সংখ্যা বেশ খানিকটা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪২ লক্ষ ৪৬ হাজার ১৫৭। এর মধ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ কোটি ৬১ লক্ষ ৩৩৪।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই ৩ কোটি ৩৬ লক্ষ ২৭ হাজার ৬৩২ জন করোনামুক্ত হয়েছেন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৫৭ হাজার ১৯১। দেশজুড়ে চলছে করোনার টিকাকরণ অভিযান। বৃহস্পতিবার পর্যন্ত দেশে ১০৪ কোটি ৮২ লক্ষ ৯৬৬ জনের টিকাকরণ হয়েছে।

দেশজুড়ে চলছে উৎসবের মরশুম। একাধিক রাজ্যে উৎসবকে কেন্দ্র করে এর আগেও সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছিল। যার জ্বলন্ত উদাহরণ হল দক্ষিণের রাজ্য কেরল। ওনাম ও ইদে ঢালাও ছাড়ের মাশুল এখনও গুণছে কেরল। এই মুহূর্তে দশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রমিত রাজ্য কেরল। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে দিশেহারা দশা কেরল সরাকরের। অন্যদিকে, পশ্চিমবঙ্গেও দুর্গাপুজোর পর থেকে সংক্রমণ বাড়ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Lancet Journal Delta Variants Vaccinated
Advertisment