Advertisment

রাজঘাটে পৌঁছাতে শুরু করেছেন রাষ্ট্রপ্রধানরা, খাদি উপহার দিয়ে অভ্যর্থনা মোদীর

রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হওয়া G20 সম্মেলনের শেষ দিন আজ।

author-image
IE Bangla Web Desk
New Update
g20 summit, g20 summit 2023, G20 Summti Day 2, delhi g20 summit live, g20 summit live updates, g20 summit india 2023, g20 summit 2023 delhi, g20 summit in delhi live, g20 summit 2023 live, g20 summit 2023 india, pm narendra modi, joe biden, rishi sunak, justin trudeau, fumio kishida, anthony albanese, yoon suk-yeol, emmanuel macron, alberto fernandez, bola tinubu, olaf scholz

রাজঘাটে পৌঁছাতে শুরু করেছেন রাষ্ট্রপ্রধানরা, খাদি উপহার দিয়ে অভ্যর্থনা মোদীর

রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হওয়া G20 সম্মেলনের শেষ দিন আজ। গভীর রাত থেকে দিল্লিতে প্রবল বৃষ্টির মধ্যে, সারা বিশ্বের নেতারা আজ সকালে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে রাজঘাটে হাজির হয়েছেন। এরপর সকলেই ভারত মণ্ডপমে ফিরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

Advertisment

সকাল ১০.৩০টা থেকে শুরু হবে আরেকটি অধিবেশন, যার নাম ‘ওয়ান ফিউচার’। একই সময়ে, রাজঘাটে পৌঁছানোর আগে, সকালে পূজা করতে দিল্লির অক্ষরধাম মন্দিরে পৌঁছে যান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনক।

সকাল ৯.০০ টা থেকে ৯.২০ টার মধ্যে, তারা মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেবেন তাঁরা। ইতিমধ্যেই রাজঘাটে পৌঁছেছেন রুশ বিদেশমন্ত্রী, তাঁকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পাশাপাশি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজও রাজঘাটে পৌঁছেছেন, তাঁকেও প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানিয়েছেন।

G-20 সম্মেলনের দ্বিতীয় দিনের সূচি

সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত সব রাষ্ট্রপ্রধানরা রাজঘাটে পৌঁছে যাবেন। ৯.১০ থেকে ৯.২৫ পর্যন্ত মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো পর সকলেই এর জি-২০ ভেন্যুতে পৌঁছাবেন। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপ্রধানরা। এর পরে, সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত জি-২০-এর আরও একটি আলোচনা অনুষ্ঠিত হবে।

দ্বিপাক্ষিক আলোচনাও হবে

আজ, ১০ সেপ্টেম্বর, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্নভোজের পর আলোচনার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ভারত ও কানাডার মধ্যেও এদিন আলোচনা হবে। শুধু তাই নয়, কোমোরোস, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাশাহী, দক্ষিণ কোরিয়া, ইইউ/ইসি, ব্রাজিল এবং নাইজেরিয়ার সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা হবে ভারতের।

G-20 Summit
Advertisment