Advertisment

G20 শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে বিশেষ মেনু, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের হোটেলের রুম ভাড়া জানেন কত?

দিল্লি-এনসিআর-এর হোটেলগুলিতে সাড়ে তিন হাজারের বেশি বিলাসবহুল ঘর বুক করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"G20, G20 meet, G20 meeting, G20 Summit, United Nations, delhi news, India news, Indian express, Indian express India news, Indian express India

G20 দেশের শীর্ষ নেতা এবং প্রতিনিধি দলের সদস্যদের থাকার জন্য দিল্লি-এনসিআর-এর বিলাসবহুল হোটেলগুলিতে সাড়ে তিন হাজারের বেশি বিলাসবহুল ঘর বুক করা হয়েছে।

G20 শীর্ষ সম্মেলনের আগে সেজে উঠেছে দিল্লি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিনা প্রেসিডেন্ট থাকবেন দিল্লির এই হোটেলগুলিতে। একরাতের ভাড়া জানলে চমকে যাবেন।

Advertisment

G20 শীর্ষ সম্মেলন এবার আয়োজন হতে চলেছে ভারতে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিন বিশ্বের তাবড় দেশের 'সর্বোচ্চ' নেতারা ৭ থেকে ১১ সেপ্টেম্বর থাকবেন দিল্লির বিভিন্ন হোটেলে। হেভিওয়েট এই সকল নেতারা যেসব হোটেলে থাকবেন সেই সকল হোটেলের এক রাতের ভাড়া ১০ লক্ষ টাকা।

আগামী মাসে ৭ থেকে ১১ সেপ্টেম্বর দিল্লিতে G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। শীর্ষ সম্মেলন উপলক্ষে দেশে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি আসা প্রতিনিধিদলকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে পুরোদমে। যে সব হোটেলে সবার থাকার ব্যবস্থা করা হয়েছে, তার মধ্যে কয়েকটি হোটেলে এক রাত থাকার ভাড়া ১০ লাখ টাকারও বেশি।

G20 দেশের শীর্ষ নেতা এবং প্রতিনিধি দলের সদস্যদের থাকার জন্য দিল্লি-এনসিআর-এর বিলাসবহুল হোটেলগুলিতে সাড়ে তিন হাজারের বেশি বিলাসবহুল ঘর বুক করা হয়েছে। একই সঙ্গে এই অনুষ্ঠানের জন্য দিল্লিকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করার প্রস্তুতি চলছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন আইটিসি মৌর্যে থাকবেন। বারাক ওবামা যখন ভারতে আসতেন তিনিও এই হোটেলেই থাকতেন। এই হোটেলের পাশেই রয়েছে তাজ প্যালেস। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারত সফরের সময় এই হোটেলেই থাকবেন। এই হোটেলে ব্রাজিলের প্রতিনিধিদলের থাকার ব্যবস্থা করা হয়েছে।

রাশিয়া ও তুরস্কের প্রতিনিধি দলের জন্য দিল্লির ওবেরয় হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। আর মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া ও স্পেন থেকে আগত অতিথিরা থাকবেন লে মেরিডিয়ানে। ইম্পেরিয়াল হোটেলে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া প্রতিনিধিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ব্রিটেন ও জার্মানির নেতারা সাংগ্রি-লা হোটেলে থাকবেন, অন্যদিকে ইতালি ও সিঙ্গাপুরের প্রতিনিধি দল হায়াত রিজেন্সিতে থাকবেন।

কানাডা ও জাপানের প্রতিনিধি দলের থাকার ব্যবস্থা করা হয়েছে দিল্লির ললিত হোটেলে । একই সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধি দল তাজ মানসিংহে অবস্থান করবেন। মিশরীয় অতিথিরা সাকেতের আইটিসি মৌর্য শেরাটনে থাকবেন। দিল্লির বাইরে সৌদি আরবের গুরগাঁওয়ের লীলা হোটেল এবং ওবেরয় হোটেলে কোরিয়ার প্রতিনিধিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ওমানের প্রতিনিধিদলকে লোধি হোটেলে থাকার কথা।

সাধারণত, অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের থাকার জন্য হোটেলে প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করা হয়। উপরে উল্লিখিত কয়েকটি হোটেলে প্রেসিডেন্সিয়াল স্যুটের ভাড়া ১০ লাখ টাকার বেশি। উদাহরণস্বরূপ, আইটিসি মৌর্যের প্রেসিডেন্সিয়াল স্যুট 'চাণক্য'-এর এক রাতের ভাড়া ১০ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে। যেখানে তাজ প্যালেসের -এর ভাড়া ১০ লাখ টাকা।

G-20 Summit
Advertisment