Advertisment

কাশ্মীরে G-20 বৈঠক ঘিরে সাজো সাজো রব, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সমগ্র উপত্যকা

আধাসামরিক বাহিনী এনএসজির পাশাপাশি এবং বিপুল সংখ্যক পুলিশ নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jammu Kashmir,Srinagar,High Security,G20,G20 Summit,G-20 Meeting,Polie,Army,BSF,SSB,,Army,Jammu Kashmir

আধাসামরিক বাহিনী এনএসজির পাশাপাশি এবং বিপুল সংখ্যক পুলিশ নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে।

G-20 বৈঠকের দৌলতে ভোলবদল গোটা উপত্যকার। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে শ্রীনগর। জি-২০ এই বৈঠকের মুখ্য কো-অর্ডিনেটর হর্ষবর্ধন শ্রিংলা জানান, এবারের জি-২০ সভাপতিত্ব পেয়েছে ভারত। এখনও অবধি দেশে মোট ১৮টি জি-২০ বৈঠক হয়েছে। এরমধ্যে শ্রীনগরের বৈঠকেই সর্বোচ্চ সংখ্যক প্রতিনিধিরা অংশ গ্রহণ করবেন বলেই জানিয়েছেন

Advertisment

আজ থেকে শ্রীনগরে শুরু হতে চলেছে তৃতীয় ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক (G-20 Tourism Working Group Meeting)। আন্তর্জাতিক অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে গোটা উপত্যকা জুড়েই। আজকের বৈঠক ডাল লেকের তীরে অবস্থিত শেরি কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারেকেই G20 বৈঠকের জন্য বেছে নেওয়া হয়েছে।

এদিকে জম্মু-কাশ্মীরে ভারত-পাক সীমান্ত বিরোধকে ইস্যু করে বৈঠকে অংশ নিচ্ছে না চিন।  ০১৯ সালের অগস্ট মাসে ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম কোন আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে ভূস্বর্গে। জি-২০ সদস্য দেশগুলি থেকে ৬০ জন সহ ১৮০ টিরও বেশি প্রতিনিধিদল এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় পর্যটন সচিব অরবিন্দ সিং শ্রীনগরে একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন, "শ্রীনগরে G20 বৈঠকটি এই অঞ্চলের পর্যটনের সম্ভাবনা এবং সাংস্কৃতিক সমৃদ্ধি তুলে ধরার জন্য একটি বিশেষ সুযোগ প্রদান করতে চলেছে।" আজ (২২ মে) থেকে ২৪ মে পর্যন্ত চলবে তৃতীয় ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক । জুন মাসে গোয়ায় G20 পর্যটন মন্ত্রীদের শেষ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রেক্ষাপটে, এই বৈঠকটি গুরুত্বপূর্ণ।  

G20 বৈঠককে সামনে রেখে উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আধাসামরিক বাহিনী  এনএসজির পাশাপাশি এবং বিপুল সংখ্যক পুলিশ নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে। একই সময়ে, বিস্ফোরক ও আইইডি পরীক্ষা করার জন্য স্ক্যানার এবং ডগ স্ক্যোয়াডকেও মোতায়েন করা হয়েছে। G20 বৈঠকের মুখ্য কো-অর্ডিনেটর হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন যে এখানে G20 ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকে প্রতিনিধিদের সবচেয়ে বেশি অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে এবং এটি জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠান।  

শ্রিংলা বলেন, “আগের দুটি বৈঠকের তুলনায় এই বৈঠকে বিদেশী প্রতিনিধিদের অংশগ্রহণের সম্ভাবনা সবচেয়ে বেশি।” প্রথম বৈঠকটি ফেব্রুয়ারিতে গুজরাটের কচ্ছের রণে এবং দ্বিতীয়টি এপ্রিলে শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়েছিল।

kashmir
Advertisment