Advertisment

G7 summit 2024: তৃতীয় মেয়াদে প্রথম বিদেশ সফর মোদীর, বাইডেন-ট্রুডোর সঙ্গে বৈঠক, কী বার্তা প্রধানমন্ত্রীর?

গ্লোবাল সাউথের উদ্বেগ বিশ্ব মঞ্চে তুলে ধরাই ভারতের লক্ষ্য, বার্তা মোদীর।

author-image
IE Bangla Web Desk
New Update
G7 Summit Live Updates: PM Modi with world leaders at the 50th G7 Leaders Summit in Italy. (Photo: X/@narendramodi)

G7 শীর্ষ সম্মেলনের লাইভ আপডেট: ইতালিতে 50 তম G7 নেতাদের শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি৷ (ছবি: X/@narendramodi)

Modi at G7 Summit: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিশেষ আমন্ত্রণে জি-৭ সামিটে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। G7 সম্মেলনের বৈঠক শেষে তিনি গভীর রাতে ইতালি থেকে ভারতে ফিরেছেন। ইতালিতে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন।

Advertisment

জি-৭ সামিটে যোদ দিয়ে মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা করেন এবং আগামীদিনের ভারত-ইতালি একসঙ্গে কাজ করার উপরও জোর দেন। মোদী ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়েও আলোচনা করেন এবং প্রতিরক্ষা শিল্প সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আশা প্রকাশ করেন।

তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর। G7 সামিটে অংশ নিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণে বৃহস্পতিবার গভীর রাতে ইতালি পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন। জর্জিয়া মেলোনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোদী। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, কানাডা এবং জাপান। ভারত ছাড়াও, ইতালি আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১১টি উন্নয়নশীল দেশের নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে।

আরও পড়ুন : < কুয়েত থেকে বাঙালি শ্রমিকের নিথর দেহ ফিরল, চোখের জলে শেষ শ্রদ্ধা >

প্রধানমন্ত্রী মোদী জি-৭ সামিটে অংশ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং পোপ ফ্রান্সিস সহ একাধিক বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এই সফরকে অত্যন্ত প্রয়োজনীয় বলে বর্ণনা করেছেন এবং ইতালির জনগণ ও সরকারকে তাদের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি জি-৭ এর মঞ্চ থেকে তিনি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার উপর জোর দেন।

গ্লোবাল সাউথ দেশগুলির উদ্বেগ এবং অগ্রাধিকারের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে বলেন, "ভারত গ্লোবাল সাউথের দেশগুলোর অগ্রাধিকার ও উদ্বেগকে বিশ্ব মঞ্চে তুলে ধরাকে নিজেদের দায়িত্ব বলে মনে করেছে।" তিনি G20-এর ভারতের সভাপতিত্বের কথা আরও তুলে ধরেন, মোদী বলেন, "গত বছর ভারতে আয়োজিত G20 শীর্ষ সম্মেলনের সময়, আমরা AI এর ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দিয়েছিলাম, "।

modi G7 Summit
Advertisment