Advertisment

'সামনেই অযোধ্যা রায়, ধনতেরাসে সোনা নয়, তলোয়ার কিনুন'

"অযোধ্যা বিতর্কে খুব শিগগির রায় দেবে সুপ্রিম কোর্ট। আশা করছি মন্দিরের পক্ষেই রায় দেবে সর্বোচ্চ আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সোমবার দুই রাজ্যে বিধানসভা নির্বাচন, অন্যদিকে যে কোনও দিন ঘোষণা করা হতে পারে অযোধ্যা মামলার রায়। তার আগেই ফের বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের দেওবন্দের বিজেপি সভাপতি গজরাজ রানার। এবার ধনতেরাস উপলক্ষ্যে দলের সমর্থকদের সোনার পরিবর্তে তলোয়ার কেনার নিদান দিলেন ওই বিজেপি নেতা। তাঁর মতে ভবিষ্যতে ওই তরোয়াল কাজে দেবে।

Advertisment

সংবাদমাধ্যমে তিনি বলেন, "অযোধ্যা বিতর্কে খুব শিগগির রায় দেবে সুপ্রিম কোর্ট। আশা করছি মন্দিরের পক্ষেই রায় দেবে সর্বোচ্চ আদালত। আমরা আশাবাদী রায় রাম মন্দিরের পক্ষেই যাবে। ফলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তাই ধনতেরাসে সোনা-রুপো কেনার পরিবর্তে এবার তলোয়ার কেনা উচিত। আত্মরক্ষায় তা কাজে দেবে।'‌। যদিও নিজের মন্তব্যের স্বপক্ষে বিজেপি নেতা জানিয়েছেন এটি নিছকই একটি পরামর্শ মাত্র।

আরও পড়ুন, কমলেশ তিওয়ারি হত্যার নেপথ্যে ‘যড়যন্ত্র’, দাবি পরিবারের

গজরাজ রানার মন্তব্য কে অবশ্য সমর্থন করেনি ভারতীয় জনতা পার্টি। দলের তরফে উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র চন্দ্রমোহন বলেছেন, "দল এ ধরণের মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে না। উনি যা বলেছেন, ওনার একান্ত ব্যক্তিগত মতামত। দলনেতাদের জন্য সুস্পষ্ট নিয়ম রয়েছে। প্রত্যেকের সেই নিয়ম মেনেই মন্তব্য করা উচিত। না মানলে আইন রয়েছে। কেউই আইনের ঊর্ধে নয়"।

Read the full story in English

bjp Ayodhya
Advertisment