/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/modi-new.png)
গান্ধীজির জন্মদিনে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
মহাত্মা গান্ধীর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিনে দিল্লির রাজঘাটে তাঁর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। তাঁরা ছাড়াও এদিন রাজঘাটে গিয়ে গান্ধীজির সমাধিতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা-সহ বিশিষ্টজনেরা।
এদিন গান্ধীজির জন্মদিনে টুইটে প্রধানমন্ত্রী বলেন, “তাঁর মহৎ নীতিগুলি বিশ্বব্যাপী প্রাসঙ্গিক। লক্ষ লক্ষ মানুষকে শক্তি দেয় তাঁর নীতি।” গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জনাই। গান্ধী জয়ন্তীতে শ্রদ্ধেয় বাপুকে আমার প্রণাম। পূজনীয় বাপুর জীবন ও আদর্শ দেশের প্রতিটি প্রজন্মকে কর্তব্যের পথে চলতে অনুপ্রাণিত করতে থাকবে।”
राष्ट्रपिता महात्मा गांधी को उनकी जन्म-जयंती पर विनम्र श्रद्धांजलि। पूज्य बापू का जीवन और आदर्श देश की हर पीढ़ी को कर्तव्य पथ पर चलने के लिए प्रेरित करता रहेगा।
I bow to respected Bapu on Gandhi Jayanti. His noble principles are globally relevant and give strength to millions.— Narendra Modi (@narendramodi) October 2, 2021
এদিন দিল্লির রাজঘাটে গান্ধীজির সমাধিতে ফুল ছড়িয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। গত সপ্তাহে তাঁর রেডিও অনুষ্ঠান 'মন কি বাত' -এর সাম্প্রতিক পর্বের সময় প্রধানমন্ত্রী গান্ধীজির জন্মদিনে দেশবাসীকে খাদির পণ্য কিনে তাঁকে সম্মান জানাতে আহ্বান করেছিলেন।
এদিন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্মদিন। শনিবার দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিতে মোদী টুইটে লিখেছেন,“প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি। মূল্যবোধ ও নীতির উপর ভিত্তি করে তাঁর জীবন সবসময় দেশবাসীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
पूर्व प्रधानमंत्री लाल बहादुर शास्त्री जी को उनकी जयंती पर शत-शत नमन। मूल्यों और सिद्धांतों पर आधारित उनका जीवन देशवासियों के लिए हमेशा प्रेरणास्रोत बना रहेगा।
— Narendra Modi (@narendramodi) October 2, 2021
বাপুর জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে এদিন টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। টুইটে শাহ এদিন লিখেছেন,“জাতির জন্য অবিরাম মহান ত্যাগ স্বীকার করে গিয়েছেন মহাত্মা গান্ধী। তাঁর দেখানো পথেই গোটা বিশ্ব শান্তি ও অহিংসার পথে চলতে অনুপ্রাণিত হয়েছে।” রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশবাসীকে গান্ধীজীর স্বপ্ন, তাঁর শিক্ষা, আদর্শ এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন- কমল দৈনিক সংক্রমণ, ১৯৭ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস
“विजय के लिए केवल एक सत्याग्रही ही काफ़ी है।”
महात्मा गाँधी को विनम्र श्रद्धांजलि। #FarmersProtestpic.twitter.com/Jv5xsFuxkr— Rahul Gandhi (@RahulGandhi) October 2, 2021
রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও মহাত্মা গান্ধীর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন। বিশ্বকে গান্ধীজির শান্তির বার্তা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি। টুইটে গুতেরেস লিখেছেন, “শান্তি, বিশ্বাস এবং সহনশীলতার নতুন যুগের সূচনা করার সময় এসেছে।”
Homage to Bapu on #GandhiJayanti . It is a special day for all Indians to remember Gandhiji's struggles and sacrifice. Let us take a pledge that we will continue to strive for making India a country of Gandhiji's dreams while adhering to his teachings, ideals and values.
— President of India (@rashtrapatibhvn) October 2, 2021
Read full story in English
Hatred, division and conflict have had their day.
It is time to usher in a new era of peace, trust and tolerance.
On this International Day of Non-Violence - Gandhi's birthday - let's heed his message of peace, and commit to building a better future for all.— António Guterres (@antonioguterres) October 2, 2021
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তেথাকুন