নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডে চার সাজাপ্রাপ্তের অন্যতম বিনয় শর্মা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দায়ের করল। এই আবেদনের মাধ্যমে কোনও দোষীসাব্যস্ত শেষবারের জন্য আইনি প্রক্রিয়ায় পুনর্বিচার প্রার্থনা করতে পারে। ৭ জানুয়ারি নির্ভয়াকাণ্ডে চার দোষীকেই মৃত্যুদণ্ড দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস আদালত। ২০১২ সালে দিল্লি গণধর্ষণকাণ্ডের দোষীরা হল পবন গুপ্তা, মুকেশ সিং, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর সিং। ২২ জানুয়ারি সকাল সাতটায় তিহার জেলে তাদের ফাঁসির নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন: সিএএ-এর সমর্থনে বক্তৃতা, বিশ্বভারতীতে আটক বিজেপি সাংসদ
ফাঁসি না হওয়া অবধি এই চার দোষীকে তিহার জেলেই 'আইসোলেশন সেলে' রাখা হবে। ২২ জানুয়ারি সকাল সাতটায় জেলের তিন নম্বর কক্ষে তাদের ফাঁসি দেওয়া হবে। জানা গিয়েছে, মিরাট থেকে আসা ফাঁসুড়ে এই মৃত্যুদণ্ডগুলি কার্যকর করবেন। বিহারের বক্সার থেকে আসা বিশেষভাবে প্রস্তুত দড়ির ব্যবস্থাও করা হয়েছে। উল্লেখ্য, নির্ভয়াকাণ্ডে ছয় অভিযুক্তের মধ্যে বাসচালক রাম সিং বিচার প্রক্রিয়া চলাকালীনই তিহার জেলে আত্মহত্যা করে এবং অপর একজন দোষী নাবালক হওয়ায় ভিন্ন বিচার প্রক্রিয়ার অংশ হয়েছে। তিন বছরের কারাজীবন কাটানোর পর জুভেনাইল জাস্টিস বোর্ড তাকে মুক্তি দেয়।
আরও পড়ুন: ‘গাড়ি ভাঙচুর করেছে পুলিশ’ তৃণমূলকে দুষে ‘নিরপেক্ষ’ তদন্তের দাবি বাম-কংগ্রেসের
প্রসঙ্গত, এর আগেও বিনয় শর্মার রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছিল শীর্ষ আদালত। যদিও অন্তিম বিকল্প হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জিও জানাতে পারে এই সাজাপ্রাপ্তরা।
Read the story in English