Advertisment

ফের যোগীর পুলিশের 'এনকাউন্টার', পশ্চিম উত্তরপ্রদেশের ত্রাস অনিল দুজানা 'খতম'

জামিনে মুক্ত দুজানাকে মীরাটে ঘিরে ফেলেছিল পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Yogi_Adityanath

কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানা বৃহস্পতিবার মীরাটে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। দুজানা সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিল। সে মীরাটে গা ঢাকা দিয়েছে, খবর পেয়ে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ ধাওয়া করে। উত্তরপ্রদেশ পুলিশের দাবি, পুলিশ দেখে এই কুখ্যাত গ্যাংস্টার পালানোর চেষ্টা করে। সেই সময় তার গাড়িটি একটি খুঁটিতে ধাক্কা মারে। পুলিশের হাতে ধরা পড়ে যাচ্ছে দেখে দুজানা গুলি চালায়। পালটা গুলিতে সে নিহত হয়।

Advertisment

উত্তরপ্রদেশ পুলিশের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, 'অনিল দুজানা একজন ওয়ান্টেড অপরাধী। বৃহস্পতিবার বিকেলে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফের অতিরিক্ত পুলিশ সুপার ব্রিজেশ সিংয়ের নেতৃত্বে পুলিশ দল মীরাটের একটি গ্রামে অনিল দুজানাকে ঘিরে ফেলছিল। সেখানেই সে সংঘর্ষে নিহত হয়েছেন।' উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফের অতিরিক্ত ডিজি অমিতাভ যশ জানিয়েছেন, দুজানার বিরুদ্ধে পশ্চিম উত্তরপ্রদেশের জেলা এবং দিল্লিতে ৬০টিরও বেশি মামলা নথিভুক্ত ছিল। যার মধ্যে ১৮টি খুনের মামলাও রয়েছে। এছাড়াও আছে দাঙ্গা, ডাকাতি, তোলাবাজি-সহ ছয়টি মামলা।

উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ ডিজি (আইন ও শৃঙ্খলা) প্রশান্ত কুমার জানিয়েছেন যে দুজানা আবার নতুন করে তার গ্যাং তৈরির চেষ্টা করছিল। সম্প্রতি গৌতম বুদ্ধ নগরের দাদরি থানায় তার বিরুদ্ধে তোলাবাজির একটি মামলা দায়ের হয়েছিল। তারপরই পুলিশ দুজানার খোঁজ শুরু করে। উত্তরপ্রদেশ পুলিশের রেকর্ড অনুসারে, অনিল দুজানা, ইউপির দুজানা গ্রামের বাসিন্দা। সম্প্রদায়ে গুর্জর। তার আসল নাম অনিল সিং। কিন্তু, এলাকার নাম অনুযায়ী সে অনিল দুজানা নামে পরবর্তীকালে পরিচিতি পায়।

আরও পড়ুন- মণিপুরে গন্ডগোলে বাড়াবাড়ি দেখলেই গুলির নির্দেশ, বাড়ল সেনা-আধাসেনার টহল

তার বাড়িতে দুই ভাই ও এক বোন-সহ পাঁচ সদস্য রয়েছে। পুলিশ জানিয়েছে যে দুজানা ২০০২ সালে নয়ডার সেক্টর-৮-এ একজন ব্যক্তিকে খুন করার পরে ওই ব্যক্তির থেকে ৫.৫ লক্ষ টাকা লুঠ করে। তারপরই সে প্রথমবার পুলিশের নজরে আসে। উত্তরপ্রদেশ পুলিশের তরফে প্রশান্ত কুমার জানিয়েছেন, 'প্রাথমিকভাবে জানা গিয়েছে, অনিল দুজানা তার দলের কয়েকজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। সে এসইউভিতে ছিল। সেই গাড়িটাই এসটিএফ ঘিরে ফেলে। এই পরিস্থিতিতে দুজানার গাড়ি পালাতে গেলে বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে ধাক্কা মারে।'

yogi adityanath police Encounter
Advertisment