Advertisment

বিজেপি সাংসদকে প্রাণনাশের হুমকি ISIS কশ্মীরের, তদন্ত শুরু দিল্লি পুলিশের

রাজেন্দ্র নগরে mexmosj বাড়ির আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal bjp announces new state committee leaders name

শেষ পর্যন্ত কলকাতা পুরভোটে ভরাডুবির পর সংগঠনের শীর্ষ পদে ব্যাপক বদল করল বঙ্গ বিজেপি।

পূর্ব দিল্লির বিজেপি সাংসদ তথা ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে খুনের হুমকির অভিযোগ ঘিরে উত্তেজনা। অভিযোগ, বুধবার সকাল সাড়ে ন'টা নাগাদ ই-মেইলে গম্ভীরকে হুমকি দেওয়া হয় আইএসআইএস কাশ্মীর সংগঠনের তরফে। এরপরই দিল্লির সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের দ্বারস্থ হন বিজেপি সাংসদ। শুরু হয়েছে তদন্ত। রাজেন্দ্র নগরে গম্ভীরের বাড়ির আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Advertisment

ডিসিপি (সেন্ট্রাল) সোয়েতা চৌহান বলেছেন, 'গৌতম গম্ভীরের তরফে অভিযোগ দায়ের পরই তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই সাংসদের বাড়ির বাইরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।'

গম্ভীরের ব্যক্তিগত সচিব গৌরব অরোরা ডিসিপি চৌহানকে চিঠিতে জানিয়েছেন যে, 'আজ সকাল ৯.৩২ নাগাদ আইএসআইএস কাশ্মীরের তরফে সাসংসদ স্যারের (গৌতম গম্ভীর) অফিসিয়াল ই-মেইলে একটি মেইল পেয়েছি। সেখানে সাংসদ ও তাঁর পরিবারকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ও একটি এফআইআর রুজুর জন্য আবেদন জানাচ্ছি। পর্যাপ্ত নিরাপত্তার জন্যই আর্জি জানাচ্ছি।'

এরপরই দিল্লির সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের সাইবার সেল বিভাগ তদন্ত শুরু করে। কারা কোন সূত্র থেকে হুমকি মেইল এলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp Gautam Gambhir Delhi Police
Advertisment