ফোনে প্রাণনাশের হুমকি পেলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর

ইতিমধ্যেই দিল্লি পুলিশের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছেন বিজেপির এই সাংসদ।

ইতিমধ্যেই দিল্লি পুলিশের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছেন বিজেপির এই সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
gautam gambhir

গম্ভীর এবার ক্রিকেট প্রশাসক (টুইটার)

বিজেপি সাংসদ তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে ফোন করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল।

Advertisment

কোনও এক আন্তর্জাতিক নম্বর ব্যবহার করে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গম্ভীর। ইতিমধ্যেই দিল্লি পুলিশের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছেন বিজেপির এই সাংসদ।

পূর্ব দিল্লির সাংসদ শুক্রবার হুমকির বিষয়ে শাহদারা ও কেন্দ্রীয় জেলার জেলা প্রশাসকদের কাছে চিঠি দিয়েছেন। তিনি তাঁর নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্য পুলিশকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে আবেদন জানিয়েছেন। রাজ্য-রাজ্যনীতির উত্তাল আবহে এমন ফোনে চিন্তিত গম্ভীর এবং তাঁর পরিবার।

Advertisment
Gautam Gambhir