ফের ইজরায়েলের পাশে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ বার্তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 'গাজায় যা ঘটছে তা গণহত্যা নয়'। গাজায় ইসরায়েল গণহত্যা করছে, এমন দাবিকেও তিনি কার্যত প্রত্যাখ্যান করেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও ইজরায়েলের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। 'গাজায় যা ঘটছে তা গণহত্যা নয়', বলেই উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, ইজরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতে পিটিশন দাখিল করেছিল দক্ষিণ আফ্রিকা। মামলার শুনানিতে আন্তর্জাতিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে অনেক কথাই বলেছে। তবে এর বিপরীতে আমেরিকান জো বাইডেন ইজরায়েলকে তার পূর্ণ সমর্থন জানিয়েছেন।
গাজায় যা ঘটেছে তা গণহত্যা নয় – বাইডেন
প্রেসিডেন্ট জো বিডেন সোমবার হোয়াইট হাউসে ইহুদি আমেরিকান হেরিটেজ মাস (JAHM)-এর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে তিনি বলেন, গাজায় যা হচ্ছে তা গণহত্যা নয়। গাজায় ইসরায়েল গণহত্যা করছে এমন দাবিও তিনি প্রত্যাখ্যান করেন। জো বাইডেন ইজরায়েলি নেতাদের বিরুদ্ধে ওয়ারেন্টের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের অনুরোধের সমালোচনা করেন এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলকে সমর্থন করার আহ্বান জানান।
জো বাইডেন বলেছেন, আমি এটা পরিষ্কার করে দিতে চাই গাজায় যা হচ্ছে তা গণহত্যা নয়। ইজরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হলে আমরা সবসময় ইজরায়েলের পাশে থাকব। বাইডেন আরও বলেছেন যে মার্কিন প্রশাসন ৭ অক্টোবর হামাসের হাতে বন্দী বাকী ইজরায়েলিদের মুক্তির বিষয়েও আলোচনা করছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রস্তুতি নিচ্ছে। আইসিসির এই সম্ভাব্য পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে আমেরিকা।
আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার তালিকায় রয়েছে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং মহম্মদ দেইফের নামও। হামাস ও ইজরায়েলি নেতাদের একই নজরে দেখায় ক্ষিপ্ত আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার বিষয়কে আপত্তিজনক বলে বর্ণনা করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে ইজরাইল ও হামাস কখনই এক হতে পারে না।