Advertisment

উত্তপ্ত লোহিত সাগর, শান্তি-নিরাপত্তার ওপর জোর, সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা মোদীর

সন্ত্রাস, হিংসা, নিরীহ মানুষের মৃত্যুর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

author-image
IE Bangla Web Desk
New Update
Gaza heats up Red Sea, Modi & MbS speak: Need peace, security in region

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (প্রেম নাথ পান্ডে-এর এক্সপ্রেস ছবি/ফাইল)

সৌদি আরব ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানের সঙ্গে এক বৈঠকের পর এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদির যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক এই বৈঠকে শক্তি, প্রতিরক্ষা সহ একাধিক বিষয়ে মোদীর আলোচনা হয়েছে বলে জানা গেছে। সৌদি আরবের সঙ্গে তাঁর বৈঠকের কথা নিজের টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Advertisment

সাগরে অশান্তির মধ্যে প্রধানমন্ত্রী মোদী ও সৌদি যুবরাজের মধ্যে আলোচনা নিঃসন্দেহেই তাৎপর্যপূর্ন বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। একদিকে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। অন্যদিকে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এর মাঝেই সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বিন কথা বলেছেন। উভয় নেতা পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন বলেই নিজের এক্স হ্যাণ্ডেলে জানিয়েছেন মোদী ।

সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুসারে মঙ্গলবার তাঁর সঙ্গে ফোনে কথা হয় সৌদি যুবরাজের। এর পর প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে-এ একটি পোস্টে লিখেছেন 'ভারত ও সৌদি আরবের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ নিয়ে আমার সঙ্গে সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানের আলোচনা হয়েছে। আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছি এবং সন্ত্রাস, হিংসা, জীবনহানির মত বিষয়ে নিজেদের উদ্বেগ ভাগ করেছি। এই অঞ্চলে শান্তি, নিরাপত্তার জন্য ভারত ও সৌদি আরব একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে'।

তার কথোপকথনে, প্রধানমন্ত্রী মোদী ইজরায়েল ও হামাসের যুদ্ধে ভারতের দীর্ঘমেয়াদী এবং নীতিগত অবস্থানের পুনর্ব্যক্ত করেছেন গাজায় অসহায় মানুষের জন্য অবিরত মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন। উভয় নেতা এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। তিনি সামুদ্রিক নিরাপত্তা এবং জাহাজের অবাধ চলাচলের ওপরও জোর দেন। পাশাপাশি ভবিষ্যতের জন্য দূরদর্শী দ্বিপাক্ষিক অংশীদারিত্বের এজেন্ডা নিয়েও আলোচনা করেন। এই বছরের শুরুতে, সৌদি যুবরাজ নয়াদিল্লিতে G20 সম্মেলনের জন্য ভারতে এসেছিলেন। তার সফরে তিনি প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও করেছেন। শীর্ষ বৈঠকের পর ভারত-ইউরোপ মধ্যপ্রাচ্য করিডোর নিয়ে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। কিন্তু গাজায় ইসরায়েলের হামলার পর এই করিডোরের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।

modi saudi arabia
Advertisment