৯৪ বছর বয়সে চলে গেলেন জর্জ এইচডব্লিউ বুশ। আন্তর্জাতিক রাজনীতি মহলের কাছে তিনি অবশ্য বেশি পরিচিত সিনিয়র বুশ হিসেবেই। শুক্রবার মাঝরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঠাণ্ডা যুদ্ধের শেষ দিনগুলোতে মার্কিনদের চোখে রাতারাতি হয়ে ওঠা 'নায়ক' জর্জ বুশ।
জর্জ এইচ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৮১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত টেক্সাসের ৪৬তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
স্ত্রী বারবারা প্রয়াত হয়েছিলেন গত এপ্রিলেই। প্রাক্তন প্রেসিডেন্টের পারিবারিক মুখপাত্র জিম ম্যাকগ্রাথ এক বিবৃতি মারফত তাঁর প্রয়াণ সংবাদ জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, গত শতাব্দীর নয়ের দশকে উপসাগরীয় যুদ্ধের সময় সিনিয়র বুশের জনপ্রিয়তার কথা। ধাপে ধাপে তাঁর রাজনীতি জীবনের উত্তরণের কথা উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। প্রথমে মার্কিন কংগ্রেস সদস্য, তারপর একে একে রাষ্ট্রপুঞ্জের দূত, রিপাবলিকান চেয়ারম্যান, চিন দেশের মার্কিন দূত, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র ডিরেক্টর থেকে রোনাল্ড রেগানের ক্ষমতাকালে ভাইস প্রেসিডেন্ট পদের দায়িত্ব সামলেছেন বুশ।
প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরার পর অবশ্য সরাসরি রাজনীতির সঙ্গে তেমন কোনো সম্পর্ক রাখেননি জর্জ এইচডব্লিউ বুশ।
Read the full story in English