'বুড়ো, বিপজ্জনক', মার্কিন ধনকুবের সোরোসকে ধুয়ে মন্তব্য মোদীর মন্ত্রীর

আদানি ইস্যুতে মোদীর বিরুদ্ধে মুখ খুলতেই...

আদানি ইস্যুতে মোদীর বিরুদ্ধে মুখ খুলতেই...

author-image
IE Bangla Web Desk
New Update
george soros is old rich opinionated and dangerous says s jaishankar, 'বুড়ো, বিপজ্জনক', মার্কিন ধনকুবের সোরোসকে ধুয়ে মন্তব্য মোদীর মন্ত্রীর

জর্জ সোরোস, নরেন্দ্র মোদী

কোনও রাখঢাক নেই। বিদেশের মাটিতে দাঁড়িয়ে একেবারে চাঁচাছোলা ভাষায় মার্কিন ধনকুবের জর্জ সোরোসকে নিশানা করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সোরোসকে 'বুড়ো, ধনী, মতামতযুক্ত এবং বিপজ্জনক' বলে তোপ দেগেছেন জয়শংকর।

Advertisment

কী বলেছিলেন জর্জ সোরোস?

মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের সাম্প্রতিক রিপোর্ট ঘিরে তোলপাড় পড়েছে। এই সংস্থা জানিয়েছে, আদানি গোষ্ঠী শেয়ার কারচুপির সঙ্গে যুক্ত। যা নিয়ে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছে। হিন্ডেনবার্গের আদানি গোষ্ঠী সংক্রান্ত রিপোর্ট প্রসঙ্গেই মার্কিন ধনকুবের জর্জ সোরোস বলেছেন, 'আদানি এন্টারপ্রাইজ স্টক মার্কেট থেকে ফান্ড জোগাড় করতে চাইছে। কিন্ত তারা ব্যর্থ হয়েছেন। আদানি স্টকে নানা কারচুপি করতে চেয়েছিলেন। কিন্তু তাসের ঘরের মতো সেই স্টক হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। আদানি কাণ্ডের ফলে ভারতের কেন্দ্রীয় সরকারের উপর মোদীর প্রভাব উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ভারতের গণতন্ত্রে একটি নবজাগরণের সূচনা হবে।' প্রধানমন্ত্রী মোদীকে অগণতান্ত্রিক বলেও দাবি করেছিলেন জর্জ সোরোস।

জয়শংকরের মন্তব্য-

Advertisment

অস্ট্রেলিয়া সফরে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেখানেই জর্জ সোরোস নিয়ে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, 'সোরোস একজন ধনী, বুড়ো ব্যক্তি যে কিনা নিউইয়র্কে থাকেন এবং ভাবেন যে তাঁর চিন্তাধারাতেই বিশ্ব চলবে। এর আগে তিনি বলেছিলেন যে, ভারতের লাখ লাখ মুসলিমের থেকে নাকি নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। বাসল্তবে যা হয়নি। উনি ভিত্তিহীন কথা বলে থাকেন। ওনার বক্তব্যের আসল মর্ম অনুধাবন করতে হবে সকলকে। '

সিডনি ডায়লগের এক অনুষ্ঠানে জয়শংকর দাবি করেন যে, 'ভারত ঔপনিবেশিকতার মধ্য দিয়ে গিয়েছে, বাইরের হস্তক্ষেপ হলে কী ঘটবে তার বিপদ আমরা জানি। ফলে জর্জের মন্তব্য আমাদের উদ্বিগ্ন করে তোলে। আমরা জানি যখন বাইরের হস্তক্ষেপ হয় তখন কী ঘটবে তার বিপদ। ভারতের ভোটাররা সিদ্ধান্ত নিয়েছে দেশ কীভাবে চলবে। সুস্থ গণতান্ত্রিক পথে ভারতীয়রা দেশ পরিচালনার সরকার বেছে নিয়েছে। তাই জর্জের মন্তব্যের কোনও মূল্য নেই।'

উল্লেখ্য, সোরোসের সংস্থা ওপেন সোসাইটি ফাউন্ডেশনবিশ্বের বহু দেশে ক্ষমতা বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। বিভিন্ন দেশের একাধিক রাজনৈতিক, লিগাল এনজিও, সিভিল রাইটস গ্রুপকে তারা নানা ভাবে সহায়তা করে। ২০২১ সালের মার্চের তথ্য অনুযায়ী জর্জের তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৮.৬ বিলিয়ন ডলার। যার ভারতীয় মূল্য প্রায় ৭০ হাজার কোটি। সোরোস নিজের ওপেন সোসাইটি ফাউন্ডেশনে ১৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছেন।

Modi Government Adani modi USA Jaisankar Goutam Adani