Advertisment

অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েই জার্মান চ্যান্সেলরের প্রথম ভারত সফর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ভারতের অবস্থান নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
India germany relations, German Chancellor Olaf Scholz , German Chancellor Olaf Scholz india visit, Olaf Scholz Narendra modi meeting , ukraine- russia, russia, german, china, russia, german, german Chancellor, india, indian express news, indian express cites news"

শনিবারই দু’দিনের ভারত সফরে আসছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ। সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন বলেই জানা গিয়েছে। ভারত-জার্মান কৌশলগত সম্পর্ক জোরদার করতেই জার্মান চ্যান্সেলরের এই ভারত সফর।

Advertisment

জার্মান সাংসদ টিলম্যান কুবান জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলি স্থান পাবে। উঠে আসতে পারে একাধিক বানিজ্যিক চুক্তিও। দুই দেশের মধ্যে সহযোগিতা যাতে আরও বৃদ্ধি পায় সেদিকেই নজর দেওয়া হবেই সূত্রের খবর।

জার্মান চ্যান্সেলর শোলজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। তার সঙ্গে থাকবেন জার্মান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ব্যবসায়িক প্রতিনিধি দল। ভারত-জার্মানির মধ্যে ‘কৌশলগত অংশীদারিত্ব’, ‘পারস্পরিক বোঝাপড়ার’ ভিত আরও মজভুত করাই লক্ষ্য স্কোলজের।

শক্তিশালী বিনিয়োগ ও বাণিজ্য সংযোগ, জলবায়ু সক্রান্ত সহযোগিতা এবং দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ এই বৈঠকে নেওয়া হতে পারে বলেই জানা গিয়েছে। ভারত এবং জার্মানি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একাধিক বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে, বিশেষ করে UNSC সংস্কারের জন্য G4-এর অংশ হিসেবে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে ।

গত সপ্তাহেই, জার্মানির চ্যান্সেলরের নিরাপত্তা নীতি উপদেষ্টা জেনস প্লোটনার ভারত সফর করেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। তার সফরের সময়, তিনি বলেছিলেন যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলএসি) ভারত ও চিনের মধ্যে চলমান সামরিক অচলাবস্থা নিয়ে জার্মানি বিশেষ ভাবে উদ্বিগ্ন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ভারতের অবস্থান নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে।

India Germany
Advertisment