পিকআপ ভ্যানের পিছনে হাত পা বাঁধা অবস্থায় ইজরায়েলের রাস্তায় মহিলার নগ্ন মৃতদেহ নিয়ে প্যারেড। প্যালেস্তাইনি জঙ্গি সংগঠন হামাসের বর্বরতার চিত্র দেখে শিউরে উঠেছে তামাম বিশ্ব। হামাস প্রাথমিকভাবে দাবি করেছিল যে মৃতদেহটি একজন মহিলা ইজরায়েলি সৈন্যের। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে ভিডিওতে যে মহিলাকে দেখা গিয়েছে তিনি একজন জার্মান নাগরিক এবং একজন ট্যাটু শিল্পী। মহিলার মা একটি এক্স বার্তায় তাঁর মেয়ের মৃতদেহ নিশ্চিত করেছেন। একই সঙ্গে মেয়ের দেহ ফিরে পেতে মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। মহিলার খুড়তুতো ভাই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন শনিবার সকালে মহিলাকে অপহরণ করে হামাস জঙ্গিরা।
প্যালেস্তাইনি জঙ্গি সংগঠন হামাস শনিবার সকাল থেকেই ৫০০০ এর বেশি রকেট হামলা চালায় ইজরায়েলকে লক্ষ্য করে। এর ফলে তৈরি হয় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া জঙ্গি সংগঠন হামাসের হামলায় অন্তত ৩০০ জন ইজরায়েলি নিহত এবং এক হাজারের বেশি আহত হয়েছেন। এরপরই প্রাথিমক ধাক্কা সামলে উঠে আসরে নামে ইজরায়েল। এই হামলা ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, অনেকে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে।
তবে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে স্বমূর্তি ধারণ করেছে ইজরায়েলও। হামাসকে চরম হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহুর। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট দাবি করেছেন, এই যুদ্ধে ইজরাইল জিতবে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, দক্ষিণ ও মধ্য ইজরায়েলে রকেট হামলা চালিয়ে হামাস বড় ভুল করেছে। এদিকে প্যালেস্তাইন দাবি করেছে যে গাজা উপত্যকায় ইজরায়েলের ভয়াবহ হামলায় এখন পর্যন্ত ১৯৮ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। যদিও ইজরায়েলি সংস্থাগুলি বলেছে যে হামাসের হামলায় ৫৫০ জনেরও বেশি সাধারণ মানুষ আহত হয়েছেন। অন্যদিকে প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন যে গাজা উপত্যকায় ইজরায়েলি হামলায় ১৬১০ জন আহত হয়েছেন। হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইজরাইল।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক এক্স বার্তায় ইজরায়েলের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, “আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা ও দ্রুত আরোগ্য কামনা করছি। জাপান এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা করে । গাজায় হতাহতের সংখ্যা নিয়ে জাপানও গভীরভাবে উদ্বিগ্ন। সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম অবলম্বন করতে হবে”।