Advertisment

অধ্যক্ষের বিরুদ্ধে যৌন শোষণের বিরাট অভিযোগ, পড়ুয়াদের পাশে যোগী সরকার

অধ্যক্ষের বিরুদ্ধে পকসো আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"Uttar Pradesh molestation, Ghaziabad school principal arrested, delhi molestation cases, delhi molestation, Ghaziabad, Yogi Adityanath, delhi news, India news, Indian express, Indian express India news, Indian express India"

গাজিয়াবাদের এক বিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে যৌন শোষণের মত গুরুতর অভিযোগ তুলেছে ছাত্রীরা। জানা গিয়েছে অভিযুক্ত অধ্যক্ষের নাম ডঃ রাজীব পান্ডে। এ বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে 'রক্তে লেখা' চিঠি পাঠিয়েছিলেন স্কুলের ৫ ছাত্রী। এরপর তৎপর হয় যোগী প্রশাসন। ২৯ আগস্ট গ্রেফতার করা হয় তাকে ।

Advertisment

অধ্যক্ষের বিরুদ্ধে পকসো আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে লেখা চিঠিতে ছাত্রীরা অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ভয় দেখানোর বিরাট অভিযোগ আনে।

২১ অগাস্ট অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল ছাত্রীরা। কিন্তু তার পরেও অধ্যক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় মুখ্যমন্ত্রীকে চিঠি দেন ছাত্রীরা। অভিযোগে তারা জানায়, অধ্যক্ষ কোনো না কোনো অজুহাতে তাদের অফিসে ডেকে নিয়ে শ্লীলতাহানি করতেন। পাশাপাশি অনুপযুক্তভাবে স্পর্শের অভিযোগ ওঠে অধ্যক্ষের বিরুদ্ধে।

ছাত্রী ও তাদের পরিবারের লোকজন বিদ্যালয়ে তোলপাড় সৃষ্টি করলে অধ্যক্ষের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এ ঘটনায় উভয় পক্ষের এফআইআর দায়ের করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর পরমোশ যাদব বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে ৫০ টিরও বেশি অভিযোগ সামনে এসেছে।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (গ্রামীণ) বিবেক চাঁদ যাদব বলেছেন যে ছাত্রীদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইন এবং ভারতীয় দণ্ডবিধির 354 ধারায় অধ্যক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

uttar pradesh Sexual harassment
Advertisment