দেবালিয়া সাফারি পার্ক, গিরের যে অঞ্চলে পর্যটকরা ভিড় করেন, এই নামেই পরিচিত। সাফারি পার্কের মূল দুই লায়ন ট্র্যাকার ছুটিতে থাকায় দায়িত্ব সামলাচ্ছিলেন অন্য এক কর্মী রাজেশ কেশওয়ালা। তাকে আক্রমণ করে এক সিংহ। রাজেশকে বাঁচাতে গিয়ে খানিক আহত হন আরও দুই কর্মী। কোনোরকমে সিংহের কবল থেকে মুক্ত হয়ে অন্য এক কর্মী খবর দেন সাফারি পার্কের অন্যান্য কর্মীদের। রাজেশের দেহই শুধু উদ্ধার করতে পারে কর্তৃপক্ষ।
সূত্রের খবর অনুযায়ী রাজেশ সাফারি পার্কের ভেতর সিংহের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ঘুরছিলেন, যাতে পর্যটকদের সাফারি বাস সেই অঞ্চলের পাশ দিয়ে যেতে পারে।
বৃহস্পতিবার সকালে রাজেশকে সিংহের কবল থেকে বাঁচাতে গিয়ে আরেক কর্মী দীনেশ কাচাও আহত হন। আহত অবস্থাতেই কোনোরকমে সিংহের কবল থেকে বেরিয়ে সাফারি পার্কের বাকি লোকজনকে খবর দেন তিনি। তবু বাঁচানো যায়নি রাজেশ কেশওয়ালাকে। রাজেশের দেহ উদ্ধারের সময় ফের আরেক বনকর্মীকে আক্রমণ করে সিংহটি, জুনাগর বন দফতরের মুখ্য সংরক্ষক আধিকারিক জানিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিককে।
আরও পড়ুন, গুজরাটের জাতীয় উদ্যানে উদ্ধার ১১টি সিংহর দেহ
আহত দুই কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ করতে সাফারি পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মুখ্য বন সংরক্ষক আধিকারিক জানিয়েছেন, "এটি খুবই বিরল ঘটনা। কোন পরিস্থিতিতে সিংহটি আক্রমণ করল, তা খতিয়ে দেখা হবে"।
মাস দুয়েক আগে দশ দিনের মধ্যে ১১ টি সিংহের মৃত্যুর জন্য খবরে এসেছিল গির অরণ্য।
Read the full story in English