আরও পড়ুন: স্বপ্নপূরণ করতে কনে ছাড়া ছেলের বিয়ে দিলেন বাবা
প্রতি বছরই বৈশাখ মাসে এই এলাকায় উপজাতীয় এক পুজোকে ঘিরে মেলার আয়োজন করা হয়। পাশ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ ভিড় জমান ওই মেলায়। এবারও তার অন্যথা হয়নি। জানা গিয়েছে, বেলা ১২.৩০ নাগাদ নাগরদোলা থেকে একটা কেবিন খুলে পড়ে নীচে। যার ফলে কেবিনে বসে থাকা বুসালা ভাবনী নামে বছর ১৭ এক কিশোরীর মৃত্যু হয়। পাশাপাশি কেবিনে বসে থাকা আরও দুজন আহত হয়।
আরও পড়ুন: তিন বছরের শিশুকন্যার ধর্ষণ ঘিরে ফের উত্তপ্ত কাশ্মীর
পাডেরু পুলিশে স্টেশনের সাব ইন্সপেক্টর রামারাও বলেন, মৃত ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (২) ধারায় মামলা করে তদন্ত শুরু করা হয়েছে। তবে দুর্ঘটনার ফলে আপাতত মেলার দরজা বন্ধ।