ফের জয়-রাইড দুর্ঘটনা, নাগরদোলা ভেঙে মৃত কিশোরী

নাগরদোলা চড়ার আনন্দ উল্লাস আচমকাই বদলে গেল মরণ চিত্ৎকারে। চলতে চলতে হঠাত্ৎই ভেঙে পড়ে বৃহত্ৎ নাগরদোলার একাংশ।

নাগরদোলা চড়ার আনন্দ উল্লাস আচমকাই বদলে গেল মরণ চিত্ৎকারে। চলতে চলতে হঠাত্ৎই ভেঙে পড়ে বৃহত্ৎ নাগরদোলার একাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভেঙে পড়ে বৃহৎ নাগরদোলার একাংশ।

নাগরদোলা চড়ার আনন্দ উল্লাস আচমকাই বদলে গেল মরণ চিৎকারে। চলতে চলতে হঠাৎই ভেঙে পড়ে বৃহৎ নাগরদোলার একাংশ। ঘটনায় প্রাণ হারায় ১৭ বছরের একটি কিশোরী, গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার ভর দুপুরে দুর্ঘটনাটি ঘটে উত্তর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের পাডেরু এলাকায়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

Advertisment

আরও পড়ুন: স্বপ্নপূরণ করতে কনে ছাড়া ছেলের বিয়ে দিলেন বাবা

প্রতি বছরই বৈশাখ মাসে এই এলাকায় উপজাতীয় এক পুজোকে ঘিরে মেলার আয়োজন করা হয়। পাশ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ ভিড় জমান ওই মেলায়। এবারও তার অন্যথা হয়নি। জানা গিয়েছে, বেলা ১২.৩০ নাগাদ নাগরদোলা থেকে একটা কেবিন খুলে পড়ে নীচে। যার ফলে কেবিনে বসে থাকা বুসালা ভাবনী নামে বছর ১৭ এক কিশোরীর মৃত্যু হয়। পাশাপাশি কেবিনে বসে থাকা আরও দুজন আহত হয়।

আরও পড়ুন: তিন বছরের শিশুকন্যার ধর্ষণ ঘিরে ফের উত্তপ্ত কাশ্মীর

Advertisment

পাডেরু পুলিশে স্টেশনের সাব ইন্সপেক্টর রামারাও বলেন, মৃত ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (২) ধারায় মামলা করে তদন্ত শুরু করা হয়েছে। তবে দুর্ঘটনার ফলে আপাতত মেলার দরজা বন্ধ।