মোদী সরকার প্রণীত কৃষি আইনের সমর্থনে গীতা গোপীনাথ, দাবি ‘আয় বাড়বে কৃষকদের’

'এই আইন পাইকারি বাজার আর কৃষকদের মধ্যিকার ফড়েদের বিনাশ করবে।'

'এই আইন পাইকারি বাজার আর কৃষকদের মধ্যিকার ফড়েদের বিনাশ করবে।'

author-image
IE Bangla Web Desk
New Update

ভারত সরকার যে তিনটি কৃষি বিল আইনে (Farm Law) পরিণত করছে, সেই তিনটি আইন কৃষকদের আয় বাড়াবে। এদিন এমন দাবি করেছে আইএমএফ বা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (IMF) প্রধান গীতা গোপীনাথ। তবে কৃষকদের এই আইনের আওতায় এনে সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মোদী সরকারকে এমন উপদেশ দিয়েছেন গীতা গোপীনাথ (Gita Gopinath)। তাঁর দাবি, 'কৃষি ক্ষেত্রে এমন অনেক দিক আছে, যেগুলোয় সংস্কার প্রয়োজন। তার মধ্যে অন্যতম পরিকাঠামোগত উন্নয়ন। এদিন জানান তিনি।

Advertisment

গত সেপ্টেম্বর ভারতীয় সংসদে পাস হওয়া কৃষি বিল ইতিমধ্যে আইনে পরিণত। কেন্দ্রের দাবি, 'এই আইন পাইকারি বাজার আর কৃষকদের মধ্যিকার ফড়েদের বিনাশ করবে। সরাসরি বাজারে সব্জি-শস্য বেচতে পারবেন কৃষকরা।' এদিকে, এক প্রশ্নের উত্তরে ওই অর্থনীতিবিদ জানান, 'নতুন কৃষি আইন বিপণনের দিকটা সুনিশ্চিত করবে। সবজিমান্ডির বাইরে  দেশের যেকোনও বাজারে বিক্রি করতে পারবেন শস্য। দিতে হবে না কোনও কর। আর এতেই বাড়বে কৃষকের আয়।'

তার দাবি, 'প্রতি সংস্কারে একটা রূপান্তর খরচ লাগে। তাই একজনকে নিশ্চিত করতে হবে যাতে কোনওভাবেই কৃষকরা নতুন আইনে প্রতারিত না হয়।  ফলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটাই এখন প্রধান আলোচ্য হওয়া উচিত। আমরা দেখতে চাই সেই আলোচনা থেকে কী সমাধান বেরিয়ে আসে।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Farm Law gita-gopinath imf