আগামী ৫ বছর গরমে ঝলসে যাবে গোটা বিশ্ব! 'আগুন'- এর গ্রাসে তছনছের চূড়ান্ত আভাস

WMO তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে সতর্কতা জারি করেছে।

WMO তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে সতর্কতা জারি করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal Weather heat wave alert

সূর্যের গনগনে তেজ থেকে বাঁচতে ছাতাই ভরসা। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

আগামী ৫ বছর গরমে ঝলসে যাবে গোটা বিশ্ব! 'আগুন'- এর গ্রাসে পড়তে চলেছে পৃথিবী। WMO তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে সতর্কতা জারি করেছে।

Advertisment

দ্রুত জলবায়ু পরিবর্তনের কারণেই আগামী ৫ বছর তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাষ্ট্র সংঘের তরফে মিলেছে চরম সতর্ক বার্তা। আবহাওয়া দফতর বলেছে যে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর।

পাশাপাশি বলা হয়েছে আগামী পাঁচ বছরে বিশ্বের তাপমাত্রা হুহু করে বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পূর্বাভাসে বলা হয়েছে ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে এমন একটি বছর আসবে, যেখানে ২০১৬ সালের তাপমাত্রার রেকর্ডও ভেঙে যাবে।

Advertisment

এই তাপমাত্রা বৃদ্ধির পিছনে রাষ্ট্র সংঘের তরফে গ্রিন হাউস গ্যাস নির্গমন এবং এল-নিনো কেই দায়ি করা হয়েছে। বলা হয়েছে এর প্রভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাপক হারে বাড়বে তাপমাত্রাও।

WMO জানিয়েছে প্যারিস জলবায়ু চুক্তিতে বিশ্বব্যাপী যে তাপমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে। সেই সঙ্গে WMO জানিয়েছে ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে ভূ-পৃষ্ঠের তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অসময়ে বৃষ্টি, প্রচন্ড গরম অথবা তীব্র শীতের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি WMO জানিয়েছে এল-নিনোর কারণে ২০২৪ এর মধ্যে বিশ্বের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে|

Global warming