Advertisment

‘পাকিস্তানে যা…এটা হিন্দুদের দেশ’, ক্লাসেই শিক্ষকের চরম হেনস্থার মুখে মুসলিম পড়ুয়ারা

বিষয়টি সামনে আসতেই তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন ও শিক্ষা দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
Karnataka teacher Pakistan remark, Muslim students teacher pakistan remark, Karnataka teacher transferred, pakistan remark karnataka teacher, karnataka news, latest news, indian express

'হিন্দুদের এই দেশে তোমাদের কোন জায়গা নেই, তোমরা পাকিস্তানে যাও', ক্লাসরুমেই মুসলিম ছাত্রদের টার্গেট। মারাত্মক অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে।

Advertisment

কর্ণাটকের শিবমোগা জেলার শিক্ষা বিভাগ সরকারি স্কুল শিক্ষকের এহেন আচরণের জেরে তাকে অন্যত্র বদলির নির্দেশ জারি করেছে। ওই শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। কর্মকর্তারা শনিবার জানিয়েছেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর দুই মুসলিম ছাত্রকে ‘পাকিস্তানে যেতে বলার’ অভিযোগ উঠেছে।

কর্ণাটকের এক সরকারি শিক্ষকের বিরুদ্ধে মুসলিম ছাত্রদের পাকিস্তানে যেতে বলার অভিযোগ উঠেছে স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই  তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন ও শিক্ষা দফতর।

জনতা দল ধর্মনিরপেক্ষের সংখ্যালঘু শাখার জেলা শাখার সভাপতি আ নজরুলুল্লাহ শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা দফতরে অভিযোগ জমা দিয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার মঞ্জুলা দেবী পঞ্চম শ্রেণিতে পড়ানোর সময় দুই ছাত্র একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে। শিক্ষক উভয় মুসলিম সম্প্রদায়ের ছাত্রদের বকাঝকা করে বললেন, এটা তোমাদের দেশ নয়। তোমরা পাকিস্তানে যাও’।

তিনি আরও বলেন, শিশুরা ঘটনাটি জানালে আমরা শিক্ষকের এহেন কাণ্ডে অবাক হয়ে যাই। আমরা ডিডিপিআই-এর কাছে অভিযোগ জমা দিয়েছি সেই সঙ্গে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছি’।

ঘটনার তদন্তের দায়িত্বে থাকা ব্লক শিক্ষা আধিকারিক (বিইও) বি নাগরাজ বলেছেন, ক্লাসের অন্যান্য ছাত্ররা অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তিনি বলেন, ওই শিক্ষক ছাত্রদের ক্লাসরুমের ভিতরেই বলেন, এটা তোমাদের দেশ নয়। এটা হিন্দুদের দেশ।  তোমাদের পাকিস্তানে যেতে হবে”। ব্লক শিক্ষা আধিকারিক জানিয়েছেন তিনি ঘটনার রিপোর্ট জমা দিয়েছেন এবং ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশ অনুযায়ী ভবিষ্যতে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত শিক্ষক।

karnataka
Advertisment