তবে সোশাল মিডিয়ায় তা দেওয়ার পর থেকেই আলোড়ন তৈরি হয়। একদল মানুষ ঝাঁপিয়ে পড়ে সমালোচনা শুরু করেন। বহু বিশিষ্ট জনও সামিল সেই তালিকায়। তেমনই কিছু প্রগতিশীল মানুষ এগিয়েও এসেছিলেন। কিন্তু গোল বাঁধল পুলিশি অভিযোগে। অনিকেত মিত্রর বিরুদ্ধে অভিযোগ জানানো হয় কলকাতা পুলিশের ফেসবুক পেজে। ধর্মীয় ভাবাবেগে নাকি আঘাত হেনেছে অনিকেতের সৃষ্টি এই ছবি। আর অভিযোগ জানানোর ২৪ ঘন্টার মধ্যেই ফেসবুক থেকে তুলে নেওয়া হল সেই ছবি। তবে এরকমও অনেক ছবি এঁকেছেন অনিকেত।
অনিকেতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কলকাতা পুলিশের তরফ থেকে আমার সঙ্গে কোনরকম যোগাযোগ করা হয়নি। তবে এটা আর্শ্চযের, যে নেটিজেনরা যাঁরা আমায় আক্রমণ করেছেন, তাদের বেশিরভাগই নারী। তাহলে আমি কাদের জন্য লড়াই করছি? নিজের বাড়িতে স্ত্রীকে তো বলছি, কে কি বলবে জানি না তোমার মন যা সায় দেবে তাই করবে। কামাক্ষ্যায় যেখানে মায়ের ঋতুমতী হওয়া উদযাপন করা হয়, সেই দেশেই এই উলট পুরাণ?”
তবে ফেসবুক থেকে সরাসরি ছবিটি তুলে নেওয়া হলেও কিছু মানুষ আবারও কপি পেস্ট করছেন সেই ছবি। বলা যায়, রীতিমতো ভাইরাল এই ছবি। আর অনিকেতের কথায়, “যে যাই বলুক, আমার যা কাজ এবং যা বলার, সেটা আমার সৃষ্টি বলবেই।”