scorecardresearch

আগের নিয়মেই সোনার গহনা কেনাবেচা! বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন এই সুবিধা?

সরকারের তরফে একটি বিরাট আপডেট সামনে এসেছে।

Gold Hallmarking, Gold hallmarking rules, gold HUID, hallmarking of gold jewellery, gold jewellery, hallmarked gold jewellery, gold jewellery hallmarked, Gold Hallmarking, Gold Jewellery, Gold, Consumer Affairs Ministry, hallmark testing machine price
আগের নিয়মেই সোনার গহনা কেনাবেচা! বড় সিদ্ধান্ত সরকারের

সরকারের ঘোষণায় সোনা কেনা-বেচায় বিরাট স্বস্তি। শুধুমাত্র হলমার্কযুক্ত সোনা বিক্রির বিষয়ে সরকারের নতুন নিয়ম ১ এপ্রিল, অর্থাৎ আজ থেকে কার্যকর হয়েছে। এখন দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানকে মাত্র ৬ ডিজিটের HUID হলমার্কিং সোনার গহনা বিক্রি করতে হবে। তবে এই বিষয়ে সরকারের তরফে একটি বিরাট আপডেট সামনে এসেছে। সোনার গহনার জন্য ছয় সংখ্যার ‘আলফানিউমেরিক এইচইউআইডি’ (হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন) সিস্টেম বাস্তবায়নের মাত্র একদিন আগে, সরকার জুয়েলারি প্রতিষ্ঠানগুলিকে বড়্সড় স্বস্তি দিয়েছে। শুক্রবার সরকার প্রায় ১৬ হাজার জুয়েলারি প্রতিষ্ঠনাকে জুন পর্যন্ত ‘ঘোষিত’ নতুন নিয়মের ক্ষেত্রে কিছু ছাড় দিয়েছেন। এই সময়ের মধ্যে পুরানো হলমার্কযুক্ত গহনা বিক্রি করার অনুমতি দিয়েছে সরকার। আরও তিন মাস পুরনো নিয়মেই গহনা বিক্রি করতে পারবেন জুয়েলারি প্রতিষ্ঠানগুলি।

গহনা শিল্প সংস্থার সঙ্গে এক বৈঠকের পরে ভোক্তা বিষয়ক মন্ত্রক এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, সরকার জানিয়েছে যে সমস্ত জুয়েলার্স আগে তাদের পুরানো হলমার্কযুক্ত গহনার মজুদ ঘোষণা করেছিলেন তাদের তা বিক্রি করার জন্য ৩০ জুন, ২০২৩ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মন্ত্রকের অতিরিক্ত সচিব নিধি খারে বলেছেন, দেশে ১.৫৬ লক্ষ নিবন্ধিত জুয়েলার্স রয়েছে, যাদের মধ্যে ১৬২৪৩ জন এই বছরের ১ জুলাই তাদের পুরানো হলমার্ক করা গয়না প্রকাশ করেছেন। তাকে আরও তিন মাস সময় দেওয়া হয়েছে। তিনি বলেন, এটিই শেষ সময়সীমা এবং পুরনো মজুদ গহনা বিক্রয়ের জন্য আর অতিরিক্ত সময় বরাদ্দ করা হবে না। এই ছাড় শুধুমাত্র ২০২১ সালের জুলাইয়ের আগে তৈরি করা গহনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। শুধুমাত্র সেই সব জুয়েলার্স যারা৪ ডিজিটের ব্যালেন্স স্টক ডিসক্লোজার দিয়েছেন তারাই এই এক্সটেনশন পাবেন।অন্য সকল প্রতিষ্ঠানে জন্য, ১লা এপ্রিল থেকে ৬ সংখ্যার HUID হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে।

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ১ এপ্রিল, ২০২৩ থেকে হলমার্ক সোনার গহনার জন্য ছয় সংখ্যার ‘আলফানিউমেরিক’ HUID বাধ্যতামূলক করছে৷ আজ থেকে শুধুমাত্র ৬ ডিজিটের আলফানিউমেরিক হলমার্কিং বৈধ হবে। তা ছাড়া সোনা ও গয়না বিক্রির ওপর কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলেছে সরকার। ৪ ডিজিটের হলমার্কিং সম্পূর্ণ বন্ধ থাকবে। গোল্ড হলমার্কিং বাধ্যতামূলক করার জন্য সরকার প্রায় দেড় বছর আগে মহড়া শুরু করেছিল।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Gold hallmarking rules change