বছর ঘোরার সময় এলেই ফিরে দেখার পালাও আসে ফিরে ফিরে। গুগলও তেমন ফিরে দেখল, কেমন কেটেছে বছরটা? সাদায়-কালোয়, বর্ণহীন অথবা খুব রঙিন হয়ে নানা রূপে ধরা দিয়েছে বছরটা। কিন্তু গুগল সার্চের হিসেব বলছে ২০১৮ সালে পৃথিবী জুড়েই 'ভালো' কিছুর খোঁজ চলেছে বছরভর।
কী ভাবে ভাল নাগরিক হওয়া যায়, ভাল কী দেখা যায়, ভাল গান কী শোনা যায়, এই ধরণের সার্চ হয়েছে সবচেয়ে বেশি। বেশি মানে এতটাই বেশি, যা আগে কখনও হয়নি।
আঁধার থেকে আলোর দিকে যাচ্ছে তবে দুনিয়া?, এই ভাবনাই বেশ স্বস্তি দিচ্ছে নেটিজেনদের একাংশকে।
গুগল সিইও নিজেই টুইট করে সব্বার সঙ্গে ভাগ করে নিয়েছেন সেই অভিজ্ঞতা। তারপর থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুন্দর পিচাই-এর পোস্ট। হাজার হাজার মানুষ রিটুইট করছেন এই ভিডিও।
আরও পড়ুন, ‘ইডিয়ট’ লিখলেই গুগল জুড়ে ট্রাম্পের মুখ, পিচাই-এর প্যাঁচে পড়লেন বুঝি?
কেউ বলছেন, খুবই উদ্বুদ্ধ করার মত ভিডিও। তথ্যটিও বেশ শান্তি দিচ্ছে মনে।
কারোর দাবি, গুগল নাকি জীবনের মানেটাই পালটে দিয়েছে নিমেষে। সহজ করেছে অনেক। তবে কী না, গুগল সার্চ দিয়ে যে দুনিয়ার হিসেব রাখা যায়, তা যে নিতান্তই ভার্চুয়াল, তা আর বলার অপেক্ষা রাখে না। এ দুনিয়ায় নিপীড়নের, বঞ্চনার খবর খোঁজে না কেউ, উদযাপনের খবর খোঁজে অনেক বেশি। তাছাড়া ভাল থাকা যতটা জরুরি, ভাল রাখাটা, অন্তত সেই চেষ্টাটাও যে বড় জরুরি, ভার্চুয়াল জগত তা বোঝে কী?