কানাডার নাগরিকদের পুনরায় ভিসা পরিষেবা চালু করছে ভারত। বৃহস্পতিবার থেকেই ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত। বুধবার হাই কমিশনের তরফে বিষয়টি নিয়ে এক বিবৃতি জারি করা হয়। নির্দিষ্ট কয়েকটি ক্যাটাগরিতে আজ থেকেই মিলবে ভিসা। হাইকমিশন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে ২৬ অক্টোবর থেকে এন্ট্রি ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা এবং কনফারেন্স ভিসা পরিষেবা আবার শুরু করা হবে।
প্রায় মাসখানেক বন্ধ থাকার পর ভারত বুধবার বলেছে যে তারা বৃহস্পতিবার থেকে কানাডার নাগরিকদের জন্য বিশেষ কিছু ক্যাটাগরিতে ভিসা পরিষেবা পুনরায় শুরু করতে চলেছে। শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা নিজ্জর হত্যার ঘটনায় কূটনৈতিক বিরোধের মধ্যে ভিসা পরিষেবা স্থগিত করার এক মাসেরও বেশি সময় পরে এই পদক্ষেপ নেওয়া হয়। অটোয়াতে ভারতীয় হাইকমিশন, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, "কানাডার সাম্প্রতিক পদক্ষেপকে বিবেচনা করে এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার পর এন্ট্রি ভিসা, ব্যবসায়িক ভিসা, মেডিকেল ভিসা এবং কনফারেন্স ভিসা ক্যাটাগরিতে ভিসা পরিষেবা পুনরায় চালু করা হচ্ছে”।
ভারতের এই সিদ্ধান্ত’কে স্বাগত জানিয়েছে কানাডা। এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা পারদ নামতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল। রবিবার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছে যে ভারত কানাডায় তার কূটনীতিকদের নিরাপত্তায় অগ্রগতি খতিয়ে দেখে "খুব শীঘ্রই" কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে ভারত বিবেচনা করবে।
কানাডা ভারত থেকে তার ৪১ জন কূটনীতিককে ফিরিয়ে নেওয়ার কয়েকদিন পর জয়শঙ্কর এই মন্তব্য করেছেন। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে ১৮ জুন খালিস্তানি চরমপন্থী হরদীপ সিং নিজ্জএ হত্যায় ভারতীয় এজেন্টের "সম্ভাব্য" জড়িত থাকার বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগের পর গত মাসে ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ২০২০ সালে ভারত নিজ্জারকে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করেছিল। ভারত ট্রুডোর অভিযোগকে "অযৌক্তিক" এবং "উদ্দেশ্যপ্রণোদিত" বলে প্রত্যাখ্যান করেছে। কয়েকদিন পরে, ভারত কানাডিয়ান নাগরিকদের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা করে এবং কানাডাকে ৪১ কূটনীতিককে ফিরিয়ে নেওয়ার ফরমান জারি করে ভারত।