Advertisment

আইটি নিয়ম লঙ্ঘনে জিরো টলারেন্স…! দায়ের করা যাবে FIR

আইটি নিয়ম লঙ্ঘনে এবার FIR

author-image
IE Bangla Web Desk
New Update
rajeev chandrasekhar

কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, "আজ থেকে আইটি নিয়ম লঙ্ঘনের জন্য জিরো টলারেন্স রয়েছে।" (গজেন্দ্র যাদবের এক্সপ্রেস ফাইল ছবি)

আইটি নিয়ম লঙ্ঘনের জন্য এবার থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারবেন আম-আদমি।  শুক্রবার এমনই জানিয়েছেন, ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

Advertisment

সোশ্যাল মিডিয়াতে আপত্তিকর এবং বিভ্রান্তিকর কনটেন্ট যেমন ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ছবি-ভিডিও আপলোডে কঠোর কেন্দ্র।  এখন ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রককের (Meity) তরফে একটি বিশেষ প্ল্যাটফর্মে এবার কর্তৃপক্ষকে সেই সম্পর্কে অবহিত করতে পারবেন সাধারণ মানুষ।

চন্দ্রশেখর বলেন, "তথ্য প্রযুক্তি মন্ত্রক ব্যবহারকারীদের আইটি নিয়ম লঙ্ঘন সম্পর্কে খুব সহজে অবহিত করতে এবং FIR দায়ের করতে সহায়তা করবে।" সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

"আজ থেকে আইটি নিয়ম লঙ্ঘনের জন্য জিরো টলারেন্স নীতিও চালু করা হয়েছে" তিনি যোগ করেছেন। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর আরও বলেছেন, MeitY একটি প্ল্যাটফর্ম তৈরি করবে যেখানে ব্যবহারকারীরা সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলির তরফে আইটি নিয়ম লঙ্ঘন সম্পর্কে তথ্য শেয়ার করতে সক্ষম হবে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির প্রতিনিধিদের সাথে বৈঠকের পরে, চন্দ্রশেখর সাংবাদিকদের বলেন, "আজ থেকে, আইটি নিয়ম লঙ্ঘনের জন্য জিরো টলারেন্স নীতি কার্যকর হবে।"

তিনি বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আইটি নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে সাত দিন সময় দেওয়া হয়েছে।

Social Media
Advertisment