Advertisment

OTT Platforms Block: মোদী সরকারের 'ডিজিটাল' সবক! একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা

সরকার বৃহস্পতিবার বলেছে অশ্লীল সামগ্রী কিছু ক্ষেত্রে পর্নোগ্রাফিক সামগ্রী প্রদর্শনের জন্য ১৮টি OTT প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
OTT

OTT (ফাইল ছবি)

মোদী সরকারের 'ডিজিটাল' সবক! বন্ধ করা হয়েছে করা হয়েছে ১৮টি OTT প্ল্যাটফর্ম, ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।

Advertisment

ভোটের আগে সতর্ক মোদী সরকার। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রক বেশ কিছু অ্যাপ এবং ওয়েবসাইটকে বন্ধ করেছে। সরকারের তরফে জানানো হয়েছে অশ্লীল সামগ্রী প্রদর্শনের জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে এই অ্যাপ ও ওয়েব সাইটগুলিকে। এর মধ্যে রয়েছে ১৮টি OTT প্ল্যাটফর্ম, ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ (৭টি Google Play Store এবং ৩টি Apple App Store) এবং ৫৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বারবার 'সৃজনশীল অভিব্যক্তি'র আড়ালে অশ্লীলতা এবং অপব্যবহার প্রচার না করার জন্য প্ল্যাটফর্মগুলির দায়িত্বের উপর জোর দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে অশ্লীল সামগ্রী দেখানোর জন্য ১৮টি OTT প্ল্যাটফর্ম বন্ধ করা হয়েছে। ভারত সরকারের অন্যান্য বিভাগ, আইন বিশেষজ্ঞ এবং নারী ও শিশুদের অধিকার রক্ষাকারী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ এর বিধি অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই বন্ধ হওয়া অ্যাপগুলির মধ্যে একটি গুগল প্লে স্টোরে থেকে ১ কোটিরও বেশি লোক ডাউনলোড করেছেন, অন্য দুটি ৫০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে। সামগ্রিকভাবে, ৩২ লাখেরও বেশি মানুষ এই অ্যাপগুলির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি অনুসরণ করেছেন। সরকার বৃহস্পতিবার বলেছে অশ্লীল সামগ্রী কিছু ক্ষেত্রে পর্নোগ্রাফিক সামগ্রী প্রদর্শনের জন্য ১৮টি OTT প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।

আরও পড়ুন : IAS Success Story: ট্রেন দুর্ঘটনায় হাত-পা হারিয়েও লক্ষ্যে অবিচল, IAS হয়ে গগনচুম্বী সাফল্য, এই কাহিনী চোখে জল আনবে

আরও পড়ুন : Supreme Court Cook’s Daughter Achievement: ইস্পাতকঠিন লড়াইয়ে গগনভেদী সাফল্যের শিখরে, শেফ বাবার মেয়েকে শুভেচ্ছা খোদ প্রধান বিচারপতির

আরও পড়ুন : Delhi liquor policy case: ইডির হাজিরা এড়াতে কেজরির চড়কিপাক! উচ্চ আদালতে আপিল দিল্লির মুখ্যমন্ত্রীর

Digital Law
Advertisment