দিল্লি হিংসা নিয়ে অবশেষে আলোচনায় বসতে রাজি মোদী সরকার। হোলির পরই উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনা নিয়ে আলোচনায় বসবে কেন্দ্র সরকার। বৃহস্পতিবার সংসদে একথাই জানালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
উল্লেখ্য, দিল্লিতে হিংসার ঘটনা নিয়ে আলোচনার দাবিতে সোচ্চার বিরোধীরা। এ ইস্যুতে লোকসভায় হই-হট্টগোলের মধ্যেই এদিন একথা জানান লোকসভার অধ্যক্ষ। সোমবারের মতো আজও দিল্লি হিংসার ঘটনায় উত্তাল হয়ে ওঠে সংসদের কক্ষ। লোকসভার পাশাপাশি এ ইস্যুতে উত্তপ্ত ছিল রাজ্যসভাও।
আরও পড়ুন: দিল্লি হিংসায় শ্যুটার শাহরুখ খান গ্রেফতার
src="https://www.youtube.com/embed/7L2lcZns2W8" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">
আরও পড়ুন: দিল্লি হিংসার সমালোচনায় ইরানের বিদেশমন্ত্রী, রাষ্ট্রদূতকে সমন নয়াদিল্লির
সংসদে অধিবেশনের আগে এদিন বিজেপির সংসদীয় দলের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, ‘‘দেশের উন্নয়নের জন্যই শান্তি বজায় রাখা প্রয়োজন। আমাদের দলের মন্ত্রই হল উন্নয়ন’’। প্রধানমন্ত্রী আরও বলেন, দলের নেতাদের লক্ষ্য রাখতে হবে যাতে দেশজুড়ে শান্তি বজায় থাকে।
আরও পড়ুন: দিল্লিতে হিংসায় কারা নিহত? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
অন্যদিকে, দিল্লির মৌজপুরে অশান্তি চলাকালীন ৮ রাউন্ড গুলি চালানোর অভিযোগে উত্তরপ্রদেশ থেকে ২৩ বছর বয়সী শাহরুখ কানকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সামনেই গুলি চালানোর অভিযোগ উঠেছিল ওই যুবকের বিরুদ্ধে। এদিকে, দিল্লিতে হিংসার ঘটনা নিহত বেড়ে হয়েছে ৪৭। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, হিংসার ঘটনায় ৩৬৯টি এফআইআর দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন