এবার করোনা টিকার আওতায় আনা হল ১২-১৪ বছর বয়সীদের। কেন্দ্রের সিদ্ধান্ত, আগামী ১৬ মার্চ থেকে ১২-১৪ বছর বয়সীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। বর্তমানে ষাটোর্ধ্ব কর্মোবিডরাই একমাত্র বুস্টার ডোজ পাওয়ার যোগ্য বলে বিবেচিত। আপাতত সেই শর্ত শিথিল করছে কেন্দ্র। এখন থেকে ষাটোর্ধ্ব সকলেই কোভিডের বুস্টার ডোজ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। সোমবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।
টুইটারে মনসুখ মান্ডব্য লিখেছেন, ‘শিশুরা নিরাপদ থাকলে দেশ নিরাপদে থাকবে! আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ১৬ মার্চ থেকে ১২-১৩ এবং ১৩-১৪ বছর বয়সি শিশুদের কোভিড টিকা দেওয়া শুরু হচ্ছে।’ একই সঙ্গে তাঁর ঘোষণা, ‘ষাটোর্ধ্বরা এবার থেকে প্রিকশান ডোজ পাবেন। শিশুদের পরিবার এবং ষাটোর্ধ্বদের টিকা নেওয়ার আহ্বান জানাই।’
ইতিমধ্যেই ১৪ বছর বয়সীদের করোনা টিকাকরণের কাজ চলছে। এই বয়সীদের কোভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে, ১২-১৪ বছরের শিশুদের বায়োলজিকাল ইভানসের তৈরি কোর্বেভ্যাক্স টিকা দেওয়া হবে।
Read in English