সব সরকারি মন্ত্রক ও বিভাগে বৈদ্যুতিন যান ব্যবহার বাধ্যতামূলক করার পক্ষে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি। এক্ষেত্রে আদালতের নির্দেশের জন্য মামলা দায়ের করেছেন তিনি। এছাড়া, রান্নার গ্যাসে ভর্তুকির বদলে রান্নার জন্য বৈদ্যুতিন সরঞ্জাম কেনার ক্ষেত্রে সরকারের ভর্তুকি দেওয়া উচিত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
শুক্রবার গো ইলেকট্রিক ক্যাম্পেইনের সূচনা করেন নিতিন গড়কড়ি। সেখানেই তিনি বলেছেন, 'আমরা রান্নার গ্যাসে ভর্তি দিচ্ছি, কিন্তু রান্নার বৈদ্যুতিন সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে উৎসাহিত করতে কেন সরকার ভর্তুকি দেবে না?' মন্ত্রীর মতে, রান্নার বৈদ্যুতিন সরঞ্জাম পরিষ্কার-পরিচ্ছন্ন। এর ব্যবহার বাড়লে গ্যাসের উপর নির্ভরতা কমানো যাবে।
ক্রমশ বাড়ছে ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি দাম দাঁড়িয়েছে প্রায় ৮০০ টাকা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রীর মন্তব্য বেশ গুরুত্বপূর্ণ।
গড়কড়ির দাবি, দিল্লিতে ১০ হাজার বৈদ্যুতিন যানের ব্যবহার প্রতি মাসে প্রায় ৩০ কোটি টাকা বাঁচাতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় শক্তিমন্ত্রী আরকে সিং জানিয়েছেন, খুব শীঘ্রই দিল্লি থেকে আগ্রা এবং দিল্লি থেকে জয়পুর পর্যন্ত বৈদ্যুতিন বাস চালু করা হবে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন