ওড়িশা ট্রেন দুর্ঘটনার পর দিল্লি থেকে ভুবনেশ্বরে বিমান ভাড়া পৌঁছেছে ৫৬ হাজারে। ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পরে, এয়ারলাইন্সগুলি টিকেটের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছে। বুকিং ওয়েবসাইট এবং ট্রাভেল এজেন্সি তথ্য অনুসারে দেখা যাচ্ছে শনিবার রাতে দিল্লি থেকে ভুবনেশ্বরের ভাড়া হয়েছে ৪৫,০০০ টাকা। এটি দিল্লি থেকে ভুবনেশ্বরের গামী ৯টা ২০ মিনিটের ফ্লাইট ভাড়া।
শনিবার রাতেই পরবর্তী ফ্লাইটের টিকিটের দাম ৫৬ হাজার টাকায় পৌঁছেছে। দিল্লি থেকে প্যারিস পর্যন্ত যাওয়ার ভাড়া ৩৭ হাজার টাকা। আগে দিল্লি- ভুবনেশ্বর রুটের ভাড়া ছিল ৫-৮ হাজার টাকা, এখন ট্রেন দুর্ঘটনার পর ফ্লাইট ভাড়া ৫০ হাজার ছাড়িয়েছে।
সম্প্রতি ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী হয়েছে। বালাসোরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আড়াইশোরও বেশি মানুষ। দুর্ঘটনার পর এমন বিপর্যয়ের মধ্যে সুযোগ খুঁজে পেয়েছে বিমান সংস্থাগুলো। আসলে, এই ট্রেন দুর্ঘটনার পর হঠাৎ করেই দিল্লি থেকে ভুবনেশ্বরগামী ফ্লাইটের ভাড়া বেড়েছে।
আগে যেখানে এই রুটে ফ্লাইটের একমুখী ভাড়া ছিল ৫ থেকে ৮হাজার টাকার মধ্যে, এখন এই রুটে ফ্লাইটের ভাড়া ৫০ হাজার টাকা ছাড়িয়েছে।৫ জুন সবচেয়ে সস্তার ফ্লাইট ভাড়া ছিল ১৩,১৬৩টাকা। একই সময়ে, এর পরে ভাড়ায় একটি বিশাল বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এই রুটে সবচেয়ে ব্যয়বহুল ফ্লাইট ভাড়া ৬৩হাজার টাকা ছাড়িয়েছে।
একইসঙ্গে বিভিন্ন শহর থেকে ভুবনেশ্বরগামী ফ্লাইটের ভাড়া অস্বাভাবিকভাবে না বাড়াতে বলেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। পাশাপাশি, মন্ত্রণ বলেছে যে এমন কোন অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে এর পরেও এয়ারলাইন্সগুলি সে কথায় কর্ণপাত করছে না।
শনিবার এক বিবৃতিতে এমওসিএ জানিয়েছে, "ওড়িশায় দুর্ভাগ্যজনক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে, অসামরিক বিমান চলাচল মন্ত্রক সমস্ত এয়ারলাইনগুলিকে ভুবনেশ্বর এবং রাজ্যের অন্যান্য বিমানবন্দরে বিমান ভাড়া বৃদ্ধির ওপর কড়া পর্যবেক্ষণের পাশাপাশি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে,"।