ঊর্ধ্বমুখী পিঁয়াজের দাম বাগে আনতে রফতানিতে নিষেধাজ্ঞা

গত একমাসে দাম দ্বিগুণ হয়েছে পেঁয়াজের। প্রতি কেজি পেঁয়াজ বিকোচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। ভিন রাজ্য থেকে পেঁয়াজ আমদানিতে ঘাটতির কারণেই এই বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

গত একমাসে দাম দ্বিগুণ হয়েছে পেঁয়াজের। প্রতি কেজি পেঁয়াজ বিকোচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। ভিন রাজ্য থেকে পেঁয়াজ আমদানিতে ঘাটতির কারণেই এই বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
onion

পিঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র।

পিঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। রবিবার, শিল্প ও বাণিজ্য মন্ত্রক এই নিষেধাজ্ঞা জারি করে। বিগত বেশ কিছুদিন ধরেই উর্ধ্বমুখী পিঁয়াজের দাম। তা বাগে আনতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিঁয়াজের রফতানির ক্ষেত্রে নতুন নির্দেশ না আসা পর্যন্ত এদিনের লাগু করা নির্দেশই বলবৎ থাকবে।

আরও পড়ুন: ফের বাড়ল আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা

Advertisment

পুজোর আগে লাগামছাড়া দাম বেড়েছে পেঁয়াজের। গত একমাসে দাম দ্বিগুণ হয়েছে পেঁয়াজের। প্রতি কেজি পেঁয়াজ বিকোচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। ভিন রাজ্য থেকে পেঁয়াজ আমদানিতে ঘাটতি পড়াতেই এমন বাজার গরম বলে দাবি বিক্রেতাদের। ব্যবসায়ীদের একাংশের মতে আবার, বৃষ্টির জেরে নাসিক থেকে সরবরাহ কমে যাওয়াতেই বাড়ছে দাম। বাংলায় পেঁয়াজ উৎপাদন কম হয়। মহারাষ্ট্রের নাসিক, কর্ণাটকের মাকলি ও অন্ধ্রের কুরনুল থেকেই মূলত পেঁয়াজ আমদানি করা হয়। নাসিক থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মধ্যপ্রাচ্যে পেঁয়াজ রফতানি গত কয়েক বছরে বেড়েছে। এর জেরে বাজারে পেঁয়াজের সরবরাহে টান পড়েছে বলে মনে করা হয়।

আরও পড়ুন: নারদকাণ্ডে মির্জাকে নিয়ে মুকুলের বাড়িতে সিবিআই

গত বছরের ক্ষরা। আবার এবছর, অতিবৃষ্টিতে কার্যত বন্যায় ভাসছে নাসিক ও মাকলি। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার একাধিক কৃষিজমি। ক্ষতির শিকার হয়েছে পেঁয়াজ চাষও। ফলে তলানিতে গিয়ে ঠেকেছে উৎপাদন। যার প্রভাব পড়েছে পাইকারি বাজারে। খুচরো বাজারে বেড়েছে পিঁয়াজের দাম।

Read the full story in English

national news