/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/e-commerce-759.jpg)
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
করোনা মোকাবিলায় দেশজুড়ে দ্বিতীয় দফার লকডাউন চলছে। এই পরিস্থিতিতে ই-কমার্স সংস্থাগুলোর জন্য় বিশেষ ঘোষণা করল মোদী সরকার। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, লকডাউন চলাকালীন শুধুমাত্র অত্য়াবশকীয় পণ্য় বিক্রি করতে পারবে ই-কমার্স সংস্থাগুলো।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে তরফে জানানো হয়েছে, ''স্পষ্ট করে বলা হচ্ছে যে শুধুমাত্র অত্য়াবশকীয় পণ্য় বিক্রিতে ছাড় দেওয়া হচ্ছে ই-কমার্স সংস্থাগুলোকে''। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এদিন এও জানানো হয়েছে যে লকডাউন চলাকালীন মদ বিক্রি করা যাবে না। মন্ত্রকের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ''করোনা পরিস্থিতিতে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা বহাল থাকছে'।
আরও পড়ুন: আজ থেকে ভারতে লকডাউন আংশিক শিথিল: জানুন, কী খোলা থাকছে, কী বন্ধ থাকছে?
উল্লেখ্য়, লকডাউনের মধ্য়ে শর্তসাপেক্ষে দোকান খোলার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার। শুক্রবার জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, গ্রামীণ এলাকা, শহরে দোকানপাট খোলা থাকবে। শপিং মল বা শপিং কমপ্লেক্স খোলা যাবে না। মদের দোকানও বন্ধ থাকবে। তবে, কোভিড কনটেনমেন্ট অঞ্চলে এই ছাড় প্রযোজ্য হবে না। যেখানে দোকান খোলা থাকবে, সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
সরকারের তরফে এদিন স্পষ্ট করে জানানো হয়েছে, লকডাউনের সময়ে রেস্তোরাঁ, সেলুন বন্ধ থাকবে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ''এই পরিস্থিতিতে রেস্তোরাঁ, সেলুন বন্ধ থাকবে''।
এদিকে, ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া ২৪ হাজার ছাড়ালো। দেশে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ২৪ হাজার ৫০৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৬৩ জন। দেশে করোনায় ৭২৩ থেকে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৫ জন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন