অবশেষে প্যান-আধার লিংকের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে প্যানকার্ডের সঙ্গে আধারকার্ডের সংযুক্তিকরণের সময়সীমা আগামী ৩০ জুন, ২০২৩ পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে অর্থ মন্ত্রক। মঙ্গলবারই এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ মন্ত্রকের তরফে। এর আগে আধারের সঙ্গে প্যান সংযুক্ত করানোর শেষ সময়সীমা ছিল ৩১ মার্চ, ২০২৩।
আয়কর আইন ১৯৬১-এর ধারা ১৩৯-এএ-এর উপ-ধারা ( ২ ) অনুযায়ী ১ জুলাই, ২০১৭-এ প্যান বরাদ্দ করা প্রত্যেক ব্যক্তির জন্য তাঁর আধার নম্বর জানানো বাধ্যতামূলক। যাতে আধার এবং প্যান লিঙ্ক করা যায়। এর আগেও বেশ কয়েকবার প্যান-আধারের সংযুক্তিকরণের মেয়াদ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার ফের এক দফায় সেই মেয়াদ বাড়ানো হল। আগামী ৩০ জুন, ২০২৩ অবধি প্যান-আধারের সংযুক্তিকরণের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন- কেন্দ্রের কোন প্রকল্পে সায় দিয়েও এখন হাত কামড়াচ্ছেন মুখ্যমন্ত্রী?
অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১ জুলাই, ২০২৩-এর পর যাঁরা প্যানের সঙ্গে আধারের লিংক করাবেন না তাঁদের প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপর ১ হাজার টাকা ফি দিয়ে নির্ধারিত কর্তৃপক্ষকে আধার নম্বর জানানোর পরে ৩০ দিনের মধ্যে আবারও প্যানকার্ডটি চালু করা যেতে পারে।
অর্থ মন্ত্রক জানিয়েছে, যে ব্যক্তিদের প্যানকার্ড নিষ্ক্রিয় হবে তার বদলে কোনও অর্থ ফেরত পাওয়া যাবে না। এমনকী প্যানকার্ড নিষ্ক্রিয় থাকাকালীনও এই ধরনের ফেরতের উপর সুদ মিলবে না। এমনকী আইন অনুযায়ী ওই ব্যক্তিদের থেকে TDS এবং TCS উচ্চ হারে কাটা হবে। ২৮ মার্চ পর্যন্ত, ৫১ কোটিরও বেশি PAN ইতিমধ্যেই আধারের সঙ্গে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রক।