করোনা পরিস্থিতিতে ভারতে আটকে পড়া বিদেশিদের ভিসার মেয়াদ বাড়ালো কেন্দ্র সরকার। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিদেশিদের ভিসা, ই-ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এর আগে ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশিদের ভিসার মেয়াদ বাড়িয়েছিল সরকার।
উল্লেখ্য়, করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। মঙ্গলবারই লকডাউনের মেয়াদ শেষ হবে। এদিকে, ভাইরাস রুখতে দেশে লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হবে বলে তুমুল চর্চা চলছে। মঙ্গলবার সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে কারণেই ৩০ এপ্রিল পর্যন্ত বিদেশিদের ভিসার মেয়াদ বাড়ানো হল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: নববর্ষে ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী
এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''করোনা পরিস্থিতির জেরে যেসব বিদেশি ভারতে আটকে পড়েছেন, তাঁদের রেগুলার ভিসা, ই-ভিসার মেয়াদ বাড়ানো হচ্ছে। যাঁদের ভিসার মেয়াদ পয়লা ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিলের মধ্য়ে শেষ হচ্ছে, তাঁদের ভিসার মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে''।
জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে বিদেশিদের ফেরাতে ৩১ মার্চ প্রথম কলকাতা বিমানবন্দর থেকে বিমান ওড়ে। এরপর তিনটি বিমানে করে প্রায় ২০ হাজার ব্রিটিশ নাগরিককে ফেরত পাঠানো হয়। ১০ এপ্রিল পর্যন্ত মোট ২০ হাজার ৪৭৩ বিদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
গত ২ এপ্রিল সরকারের তরফে নয়া স্ট্য়ান্ডার্ড অপারেটিং প্রোসিডিওরস (এসওপি) ইস্যু করে জানানো হয়, ভারতে আটকে পড়া বিদেশিদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে তাঁরা তাঁদের দেশে ফিরতে পারবেন, তবে এজন্য় তাঁদের দেশকেই ব্য়বস্থা করতে হবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন