/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/ie-border_368214.jpg)
জানুয়ারিতে, ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করেছিল যে কেন্দ্র সমগ্র ভারত-মিয়ানমার সীমান্তের জন্য একটি উন্নত স্মার্ট বেড়া ব্যবস্থার জন্য টেন্ডারিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। (প্রতিনিধিত্বমূলক ছবি)
অনুপ্রবেশ রুখতে কড়া মোদী সরকার। এবার ভারত-মায়নামার সীমান্তে বেড়া দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। পাশাপাশি ১৬৪৩ কিলোমিটার পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণের সঙ্গে সঙ্গে, সীমান্ত এলাকায় টহল দেওয়ার জন্য বিশেষ পথ নির্মাণ করা হবে বলেও ঘোষণা করেন তিনি।
ভারত-মায়নামার সীমান্তে আরও কড়া নজরদারির জন্য একটি বড় পরিকল্পনা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঘোষণা করেছেন, যে কেন্দ্রীয় সরকার ১৬৪৩ কিলোমিটার দীর্ঘ ভারত-মায়নামার সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি নজরদারি বাড়াতে সীমান্তে টহল দেওয়ার জন্য একটি পথ নির্মাণ করবে সরকার।
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পকে দেশের সীমানাকে দুর্ভেদ্য করার জন্য একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেছেন যে মোদী সরকার দেশের সীমান্তকে দুর্ভেদ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ভালো নজরদারির জন্য ভারত-মায়নামার সীমান্তে টহলদারি জোরদার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ একটি পোস্ট শেয়ার করেছেন এবং লিখেছেন, "সীমান্তের মোট দৈর্ঘ্যের মধ্যে, মণিপুরের মোরেহে ইতিমধ্যে ১০ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে। অরুণাচল প্রদেশ, মণিপুর রাজ্যের নিরাপত্তা আরও জোরদার করা হবে"।
গত বছরে মে মাস থেকে জাতিগত সংঘর্ষে অগ্নিগর্ভ মণিপুর। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা জোরদার করার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।