বিরোধীদের উপর এবার পাল্টা চাপ বাড়ানোর কৌশল কেন্দ্রের শাসকদল বিজেপির৷ রাজ্যসভায় হট্টগোল ইস্যুতে এবার বিরোধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন কেন্দ্রের আট মন্ত্রী৷ রাজ্যসভায় রাষ্ট্রায়ত্ত বিল পাশের সময় তুমুল হট্টগোল জুড়ে দেন বিরোধীরা৷ কয়েকজন সাংসদের আচরণকে নজিরবিহীন বলেও উল্লেখ করেছেন কেন্দ্রের মন্ত্রীরা৷ রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর কাছে অভিযুক্ত সাংসদদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন পীযূষ গয়াল, মুক্তার আব্বাস নকভি, অনুরাগ ঠাকুররা৷ নাইডুকে এব্যাপারে তদন্তের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি তৈরিরও আবেদন জানিয়েছেন এই কেন্দ্রীয় মন্ত্রীরা৷
পেগাসাস কাণ্ডের তদন্ত দাবি থেকে শুরু করে পেট্রোপণ্যের দাম-বৃদ্ধির প্রতিবাদ ও কৃষি আইন বাতিলের দাবি নিয়ে সংসদের বাদল অধিবেশন শুরু থেকে উত্তপ্ত ছিল৷ শেষমেশ বিরোধীদের উপর্যুপরি বিক্ষোভের জেরে সংসদের অধিবেশনের সময় কাটছাঁট করা হয়েছে৷ যার প্রতিবাদেও বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করেছে বিরোধী একাধিক দল৷ রাহুল গান্ধীর নেতৃত্বে প্রায় ১৫টি দলের নেতারা বৃহস্পতিবার সংসদ ভবন থেকে বিজয়চক পর্যন্ত মিছিল করেছেন৷ কেন্দ্রের উপর চাপ বাড়ানোর কৌশল নির্ধারণে বিরোধীরা একজোট হচ্ছে৷
আরও পড়ুন- দেশে ফের বাড়ল করোনায় মৃত্যু, মুম্বইয়ে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের বলি বৃদ্ধা
এবার পালা শাসকের৷ কেন্দ্রের এই আট মন্ত্রীর অভিযোগ, বুধবার রাজ্যসভায় রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার বেসরকারিকরণ বিল পাশের সময় নজিরবিহীনভাবে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকজদন সাংসদ৷ কেন্দ্রীয় মন্ত্রীদের অভিযোগ, সেই সময় বিক্ষোভরত সাংসদরা হুমকি দেন, যে আর কোনও বিল পাশ করানো হলে অধিবেশন কক্ষের আরও ক্ষতি করা হবে৷
এমনকী মার্শালরা সেই সাংসদদের বাধা দিতে গেলে তাঁদের সঙ্গেও অত্যন্ত দুর্ববহার করা হয়েছে বলে অভিযোগ এনেছেন কেন্দ্রের এই আট মন্ত্রী৷ রাজ্যসভার নিয়ম ভেঙেছেন ওই সাংসদরা, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু, এমনই দাবি কেন্দ্রের মন্ত্রীদের৷ শুধু তাই নয় ইতিমধ্যেই মোদী সরকারের এই আট মন্ত্রী রাজ্যসভার চেয়ারম্যানের কাছে গন্ডগোলে অভিযুক্ত সাংসদদের রাজ্যসভার অধিবেশনের বাকি সময় সাসপেন্ড করারও সওয়াল করেছেন বলে জানা গিয়েছে৷
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন