দেশে এখনও করোনার বাড়বাড়ন্ত অব্যাহত। সেই আবহে বিদেশ থেকে আগত যাত্রীদের বিষয়ে রবিবার নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক। এই নয়া নির্দেশিকা অনুসারে যেসব যাত্রীরা বিদেশ থেকে দেশে ফিরবেন তাঁদের সাতদিন বাধ্যতামূলক ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকতে হবে যার সমস্ত খরচ বহন করবে সরকার। পরবর্তীতে ৭ দিন হোম আইসোলেশনে থাকতে হবে।
তবে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে যেমন প্রেগনেন্সি, পারিবারিক কারোর মৃত্যু, জরুরিকালীন অবস্থা কিংবা দশ বছরের নীচে কোনও বাচ্চা রয়েছে এমন পরিবারের জন্য ছাড় রয়েছে। তাঁদের বাধ্যতামূলক ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকতে না হলেও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ৮ অগাস্ট থেকে এই নয়া নির্দেশিকা লাগু হবে।
তবে ছাড় পেতে গেলে বোর্ডিংয়ের ৭২ ঘন্টা আগে অনলাইন পোর্টালে বিশদে নিজের সমস্যা জানাতে হবে সরকারকে। এরপর সরকার ঠিক করবে বাকি সিদ্ধান্ত। ছাড়ের ক্ষেত্রে একটি বিষয় বাধ্যতামূলক, তা হল যাত্রীকে অবশ্যই করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে। আর তা যাত্রার ৯৬ ঘন্টা আগে করতে হবে, তাঁর আগে কিংবা পরে নয়।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন