Advertisment

Petrol-Diesel prices: বিরাট সুখবর! দাম কমল পেট্রোল-ডিজেলের, কত হল কলকাতায়?

Hardeep Singh Puri: দাম কমানো নিয়ে টুইট করেছেন খোদ পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী।

author-image
IE Bangla Web Desk
New Update
petrol-diesel

Petrol-Diesel: পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী, গত সপ্তাহে পেট্রোল এবং ডিজেলের দাম কমানো নিয়ে নেতিবাচক বার্তা দিয়েছিলেন। (ফাইল)

Govt slashes petrol-diesel prices: লোকসভা ভোটের আগে কমল পেট্রোল, ডিজেলের দাম। কেন্দ্রীয় সরকার শুল্কের হার কমাতেই লিটার প্রতি ২ টাকা করে পেট্রোল এবং ডিজেলের দাম কমল। ২২ মাস অর্থাৎ, ৬৬২ দিন পরে জ্বালানির দাম কমায় সামান্য হলেও স্বস্তিতে নাগরিকরা।

Advertisment

দাম কমানো নিয়ে টুইট করেছেন খোদ পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি তাঁর এক্সবার্তায় বলেছেন, 'পেট্রোল এবং ডিজেলের দাম লিটারপ্রতি ২টাকা করে কমিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের প্রমাণ করে দিলেন যে, কোটি কোটি ভারতীয়র কল্যাণ এবং তাঁদের সবচেয়ে ভালো পরিষেবা দেওয়াই সরকারের লক্ষ্য।' মন্ত্রী দাবি করেছেন, বৃহত্তম তেল সংকট সত্ত্বেও, 'গত আড়াই বছরে ভারতে পেট্রোলের দাম ৪.৬৫ শতাংশ কমেছে।'

পেট্রোলিয়াম মন্ত্রকের টুইটে বলা হয়েছে, দাম কমানোর এই সিদ্ধান্তের জেরে ৫৮ লক্ষেরও বেশি ভারী গাড়ি, ৬ কোটি চার চাকার গাড়ি এবং ২৭ কোটি দু'চাকার যানের মালিকদের খরচ কমবে। পাশাপাশি, এই দাম কমানোর ফলে বিভিন্ন ক্ষেত্রও লাভবান হবে বলেই টুইটে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত লিটারপ্রতি পেট্রোলের দাম ছিল ৯৪ টাকা। আর, লিটারপ্রতি ডিজেলের দাম ছিল ৮৭ টাকা।

এর আগে অতি সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০০ টাকা কমানোর কথা ঘোষণা করেছিলেন। এই দাম হ্রাস, প্রায় ৩৩ কোটি সেই সব পরিবারকে উপকৃত করবে, যারা রান্নার জ্বালানি হিসাবে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি ব্যবহার করেন।

প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের লোকসভা ভোট ঘোষণার ঠিক আগেই এভাবে পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাসের দাম কমানোকে কটাক্ষ করেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, এভাবে ভোটের আগে পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাসের দাম কমিয়ে প্রধানমন্ত্রী আসলে মানুষকে বোকা বানাতে চাইছেন। যাতে জনগণ ফের মোদী সরকারকেই ক্ষমতায় আনে। আর, ক্ষমতায় এলে ফের পেট্রোল, ডিজেল এবং রান্নার দাম বাড়িয়ে দেবে সরকার।

আরও পড়ুন- বোর্ড পরীক্ষা চলাকালীন হিজাব খোলার নির্দেশ, মোদী রাজ্যে মারাত্মক অভিযোগ, তদন্তের নির্দেশ

এর আগে পেট্রোল-ডিজেলের দাম কমেছিল ২০২২ সালের ২২ মে। তখনও কেন্দ্রীয় সরকার জ্বালানির দামের ওপর থেকে শুল্ক কমানোয় দাম কমেছিল। তারপর থেকে এতদিন একই জায়গায় ছিল পেট্রোল এবং ডিজেলের দাম। কলকাতায় বৃহস্পতিবার পেট্রলের দাম ছিল লিটারপ্রতি ১০৬.৩ টাকা। আর, ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ৯২.৭৬ টাকা। দাম কমানোর পর শুক্রবার থেকে কলকাতায় পেট্রোলের দাম হবে লিটারপ্রতি ১০৪.০৩ টাকা। আর, ডিজেলের দাম হবে লিটারপ্রতি ৯০.৭৬ টাকা।

petrol diesel india petrol diesel price Modi Government loksabha election 2024
Advertisment