Advertisment

উত্তর-পূর্বের তিন রাজ্যে কমছে AFSPA-আওতাধীন এলাকা, জানালেন অমিত শাহ

নাগাল্যান্ড, মণিপুর, অসম ছাড়াও জম্মু ও কাশ্মীর এবং অরুণাচল প্রদেশের কিছু অংশ সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন-এর অধীনে রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Govt to reduce disturbed areas under AFSPA in 3 Northeast states, says Union Minister Amit Shah

উত্তর-পূর্বের নাগাল্যান্ড, অসম এবং মণিপুরের বেশ কিছু এলাকা সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন-এর অধীনে রয়েছে।

উত্তর-পূর্বের তিন রাজ্যে AFSPA-এর অধীনে থাকা এলাকা কমানোর পথে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে অশান্তির অবসান ঘটানোর পাশাপাশি উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সুফল মিলছে বলেই দাবি শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, উত্তর-পূর্বের তিন রাজ্যে সরকারের লাগাতার উন্নয়নের কাজ ও নিরাপত্তা পরিস্থিতি উন্নত হওয়ার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Advertisment

উল্লেখ্য, উত্তর-পূর্বের নাগাল্যান্ড, অসম এবং মণিপুরের বেশ কিছু এলাকা সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (AFSPA)-এর অধীনে রয়েছে। এবার সেই এলাকাগুলির পরিধি কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। একের পর এক টুইট বার্তায় এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ''প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিদ্রোহের অবসান এবং উত্তর-পূর্বে দীর্ঘস্থায়ী শান্তি আনতে ধারাবাহিক প্রচেষ্টা জারি রয়েছে। বেশ কয়েকটি চুক্তির কারণে AFSPA-এর অধীনে থাকা এলাকা কমানো হয়েছে। এটা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত উন্নয়নের ফল।''

আরও পড়ুন- বাজেটে MGNREGA-তে বরাদ্দ কমানো নিয়ে সোনিয়ার নিশানায় মোদী সরকার

১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনটি ব্রিটিশরাই জারি করেছিল। স্বাধীনতার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই আইনটিকে বহাল রাখার সিদ্ধান্ত নেন। প্রথমে একটি অধ্যাদেশ আনা হয়েছিল। ১৯৫৮ সালে এটিকে আইন হিসেবে নোটিফায়েড করা হয়েছিল।

AFSPA উত্তর-পূর্বের রাজ্যগুলি ছাড়াও জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাবে আরোপ করা হয়েছিল। পঞ্জাবই প্রথম রাজ্য যেখান থেকে এই আইন বাতিল করা হয়েছিল। তারপর ত্রিপুরা এবং মেঘালয় থেকেও এই আইন বাতিল হয়। বর্তমানে এই আইনটি দেশের উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, অসমে বহাল রয়েছে। একইভাবে জম্মু ও কাশ্মীর এবং অরুণাচল প্রদেশের কিছু অংশেও এই আইনটি বলবৎ রয়েছে।

Read story in English

amit shah Assam Nagaland Manipur AFSPA
Advertisment