মুম্বই হামলার বর্ষপূর্তিতে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে জঙ্গিদের সমর্থনে দেওয়াল লিখন ঘিরে ব্যাপক চাঞ্চল্য। মুম্বই হামলায় মূল চক্রী লস্কর-ই-তইবার সমর্থনে দেওয়াল লিখন নিয়ে তৎপরতা বেড়েছে পুলিশের। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই মুছে দেওয়া হয়েছে সেই দেওয়াল লিখন। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমেছে পুলিশ।
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, লস্কর-ই-তইবা, তালিবানদের সমর্থনে দেওয়াল লেখা হয়েছিল, "আমাদের বাধ্য করবেন না সংঘিদের মোকাবিলা করার জন্য লস্কর-ই-তইবা ও তালিবানকে আমন্ত্রণ জানানোর জন্য।" সেইসঙ্গে লেখা ছিল লস্কর জিন্দাবাদ। এখানে সংঘি বলতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন ৩৭০ ধারা রদের পর প্রথম ভোট জম্মু-কাশ্মীরে
প্রসঙ্গত, বৃহস্পতিবারই ছিল মুম্বইয়ে ২৬/১১ হামলার দ্বাদশ বর্ষপূর্তি। সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন নিরীহ মানুষ। আহত হন তিনশোর বেশি। সেই হামলার মূল চক্রী লস্কর-ই-তইবা। আর মুম্বই হামলার বর্ষপূর্তির দিনই এমন চাঞ্চল্যকর দেওয়াল লিখন ঘিরে শোরগোল পড়েছে কর্ণাটকে। সম্প্রতি, রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ঘোষণা করেছিলেন, লাভ জিহাদ রুখতে কড়া আইন আনবে রাজ্য সরকার। তারপরই এই দেওয়াল লিখন ঘিরে জল্পনা ছড়িয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন