Greece Skyline Turns Orange: সাহারা মরুভূমি থেকে ধুলো বয়ে নিয়ে আসা শক্তিশালী বাতাস মঙ্গলবার রাজধানী এথেন্স সহ গ্রিসের বড় অংশের আকাশকে কমলা করে তুলেছে। এটি বায়ুর গুণমানকে খারাপ করেছে এবং তাপমাত্রা বৃদ্ধি করেছে। , এই পরিস্থিতি ২০১৮ সালের পর সবচেয়ে খারাপ ঘটনাগুলির মধ্যে একটি বলে সেদেশের প্রশাসন জানাচ্ছে।
খারাপ বাতাসের মাত্রা এমনই ছিল যে ধুলো ঝড়ের কারণে এথেন্সের অ্যাক্রোপলিস দৃশ্যমান ছিল না। রিপোর্ট অনুসারে, কর্তৃপক্ষের কাছ থেকে শ্বাসকষ্টের ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে, ক্রিটের দক্ষিণ দ্বীপের কিছু অংশে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং উত্তর গ্রিস জুড়ে উচ্চতর তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে।
দেশটি মার্চের শেষের দিকে এবং এপ্রিলের শুরুতে একই রকম আবহাওয়ার সাক্ষী ছিল বলে রিপোর্টে বলা হয়েছে।
গত কয়েকদিন ধরে প্রবল দক্ষিণী বাতাস দেশের দক্ষিণে অমৌসুমি প্রাথমিক দাবানলও ছড়িয়ে দিয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে যে, গত ২৪ ঘন্টায় সারা দেশে মোট ২৫টি দাবানল হয়েছে। তবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রতিবছর সাহারা মরুভূমি থেকে ৬ থেকে ২০ কোটি টন খনিজ ধূলিকণা নির্গত হয়। বেশির ভাগ ধূলিকণা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। কিছু কিছু ছোট কণা বহুদূর, কখনও কখনও ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ে।