Advertisment

মোদীরাজ্যে আজ প্রথম দফার ভোটগ্রহণ, বড় জয়ের ব্যবধানই লক্ষ্য বিজেপির

৮৯ আসনে শুরু ভোটগ্রহণ। নির্ধারিত হবে ৭৮৮ জন প্রার্থীর ভাগ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Gujarat, Gujarat elections, Gujarat assembly elections, Gujarat elections 2022, gujarat phase 1 election, gujarat phase 1 election news, gujarat phase 1 election 2022, narendra modi, arvind kejriwal, Gujarat elections phase 1, gujarat elections date, gujarat elections 2022 news, amit shah, aap vs bjp vs congress, ahmedabad elections, ahmedabad news, gujarat news, indian express"

গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে। গুজরাট বিধানসভা নির্বাচন এবার ত্রিমুখী লড়াইয়ের কেন্দ্র। বিজেপি কংগ্রেসের সঙ্গে পাল্লা দিয়ে ভোট ময়দানে নেমেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আজ রাজ্যের ১৯টি জেলার ৮৯টি আসনে ভোটগ্রহণপর্ব অনুষ্ঠিত হচ্ছে।

Advertisment

৮৯টি আসনে মোট ৭৮৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় দুই দফায় ভোটপর্ব অনুষ্ঠিত হবে। যার প্রথম পর্ব আজ ১ ডিসেম্বর শুরু হয়েছে। গুজরাটের মুখ্য নির্বাচন কমিশনের (সিইও) কার্যালয় জানিয়েছে যে বৃহস্পতিবার, ১৪,৩৮২টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

প্রথম দফায় যে ৮৯টি আসনের ভোট হবে, তার মধ্যে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৪৮টি জিতেছিল, যেখানে কংগ্রেস ৪০টি আসন জিতেছিল। এই নির্বাচনে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি (আপ), বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি), সমাজবাদী পার্টি (এসপি), মার্কসবাদী কমিউনিস্ট পার্টি (সিপিআই-এম), ভারতীয় ট্রাইবাল পার্টি (বিটিপি) ছাড়াও আরও ৩৬টি দল অংশগ্রহণ করছে।

অন্যদিকে দ্বিতীয় দফার ভোটের জন্য চলছে শেষ দফা নির্বাচনী প্রচার। গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে ভোট দিয়েছেন গুজরাটের মন্ত্রী পূর্ণেশ মোদী। ১৮২টি আসনের মধ্যে প্রথম দফায় কচ্ছ, সুরাট এবং দক্ষিণ গুজরাটের জেলার ৮৯ আসনে ভোটগ্রহণ হবে। নির্ধারিত হবে ৭৮৮ জন প্রার্থীর ভাগ্য।

দুই দফার নির্বাচনে প্রথম দিনেই ভাগ্য পরীক্ষা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের। রাজ্যের ৪ কোটি ৯১ হাজার ভোটারের মধ্যে প্রথম দফায় ভোটাধিকার প্রয়োগ করবেন ২ কোটি ৩৯ লক্ষ জন।

ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজির স্ত্রী তার ভোট দিতে পৌঁছেছেন বলে খবর।  তিনি মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তার ভগ্নিপতি (কংগ্রেস নেতা) সম্পর্কিত একটি প্রশ্নে বলেছিলেন যে কোনও অসুবিধা নেই। একই পরিবারে ভিন্ন রাজণৈতিক মতবাদের মানুষ থাকতে পারেন। জামনগরের জনগণের উপর আমার বিশ্বাস আছে, আমরা উন্নয়নের দিকে মনোনিবেশ করব এবং এবারও বিজেপি ভাল ব্যবধানে জিতবে।

প্রথম পর্বের বড় মুখ

➤ আপের-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধভি

➤ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যালেট- যিনি ঘাটলোদিয়া আসন থেকে লড়ছেন

➤ জামনগর উত্তর থেকে রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা,

➤ সুরাটের দুটি আলাদা আসন থেকে বিজেপি বিধায়ক হর্ষ সাঙ্ঘভি এবং পূর্ণেশ মোদী

➤ পুরুষোত্তম সোলাঙ্কি, ভাবনগর গ্রামীণ থেকে পাঁচবারের বিধায়ক

Gujrat Assambly Election 2022
Advertisment