খোদ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটের শাসক দলের বিধায়ক তিনি। প্রবল প্রতাপ। মাঝে মাঝেই তাঁর বিতর্কিত মন্তব্যে শোরগোল পড়ে যায়। বিড়ম্বনার শেষ থাকে না বিজেপির। এহেন বিধায়ক মধু শ্রীবাস্তবের কাজে ফের একবার বিব্রত পদ্ম শিবির।
সদ্য করোনাকে জয় করেছেন গুজরাটের বিজেপি বিধায়ক মধু শ্রীবাস্তব। কিন্তু, স্বাস্থ্য বিধিকে থোরাই কেয়ার। মুখে মাস্ক না দিয়েই শনিবার ভাদোদরার গজরাওডি এলাকার এক মন্দিরে চলে গিয়েছিলেন বিধায়ক। সেখানে বহু অনুগামীর মাঝে সামাজিক দূরত্বের কোনও বালাই নেই। শুধু তাই নয়, নাচে-গানে মাতিয়ে রাখলেন মধু শ্রীবাস্তব। আপাতত বিধায়কের সেই ভিডিও ভাইরাল। যা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ভজনের সঙ্গে নাচছেন বিজেপি বিধায়ক। তাঁর অনুগামী ও পুরহিত সহ মন্দিরের অনেকের মুখেই মাস্ক নেই।
রবিবার এ প্রসঙ্গে বিধায়ক মধু শ্রীবাস্তবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, 'গত ৪৫ বছর ধরে আমি প্রতি শনিবারই ওই মন্দিরে যাই। সরকার জমায়েতে ছাড় দিয়েছে। তাই আমি স্বাস্থ্য বিধি মানিনি। এছাড়া মন্দিরের মধ্যে খুবই অল্প সংখ্যক লোক ছিলেন। আর সেটা ব্যক্তিগত জমায়েত।'
এখানেই না থেকে বিজেপি বিধায়ক বলেন, 'আমি ওই মন্দির কিনে নিয়েছি। তাই মন্দিরের ভিতরে মাস্ক পড়ার প্রয়োজন নেই। আমি ভজন নিজেই গেয়েছি, গত কয়েক বছর ধরে আমি এই কাজ করে আসছি।'
দলীয় বিধায়কের কাজ ও সাফাই নিয়ে অবশ্য মুখ খোলেননি রাজ্য বিজেপির কোনও নেতা।
আগস্টের শেষেই কোভিড আক্রান্ত হন শ্রীবাস্তব। সদ্য কোয়ারেন্টিন সময়কাল পেরিয়েছেন তিনি। বিধায়কের করোনা পজিটিভ ধরা পড়ার আগেই সংক্রমণের কারণে তাঁর ব্যক্তিগত সহকারীর মৃত্যু পর্যন্ত হয়েছে।
হাসপাতালে থাকাকালীন অনুগামীদের উদ্দেশ্যে একটি ভিডিও প্রকাশ করেন পদ্ম শিবিরের বিধায়ক মধু শ্রীবাস্তব। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'আমি বাহুবলী, আমি করোনাকে হারাব। করোনাকে শক্তিশালী নয়। অর্ধেক সংক্রমণ সেরে গিয়েছে, বাকিটাও সেরে যাবে। আমি সবসময় মানুষের সেবায় থাকব।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন