Advertisment

আরটিআই ফাইল করতেন গুজরাটের 'খুন হওয়া' সাংবাদিক

মঙ্গলবার পুলিশ নিহত চিরাগ প্যাটেলের বাড়ি থেকে আরটিআই-য়ের আবেদন সংক্রান্ত নথি তদন্তের প্রমাণ হিসেবে সংগ্রহ করেছে। 

author-image
IE Bangla Web Desk
New Update
Gujarat Murdered Journalist Used to File RTI

২৬ বছরের চিরাগ প্যাটেল যে সব আরটিআই ফাইল করেছেন, তার মধ্যে আছে এমপি ল্যাডের টাকা খরচের হিসেবও

গুজরাটের আমেদাবাদে এক ক্যানালের কাছে ২৬ বছর বয়সী সাংবাদিক চিরাগ প্যাটেলের পোড়া মৃতদেহ উদ্ধার হয়েছে। টিভি ৯-এর ওই কপি এডিটর আরটিআই ফাইল করতেন। এম পি ল্যাডের টাকা কীভাবে খরচ হয়েছে, তা জানতেও আরটিআই ফাইল করেছিলেন তিনি। পুলিশি তদন্তে এ কথা জানা গিয়েছে।

Advertisment

মঙ্গলবার পুলিশ নিহত চিরাগ প্যাটেলের বাড়ি থেকে আরটিআই-য়ের আবেদন সংক্রান্ত নথি তদন্তের প্রমাণ হিসেবে সংগ্রহ করেছে।

আরও পড়ুন, বেকারত্ব বেড়েছে ৪.৭ কোটি, রিপোর্ট প্রকাশে বাধা কেন্দ্রের

চিরাগের ভাই জৈমিন প্যাটেলের বক্তব্য, চিরাগকে খুন করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানিয়েছেন, “চিরাগ প্রায়ই আরটিআই ফাইল করত। মঙ্গলবার পুলিশ আমাদের বাড়িতে তদন্তের জন্য এসেছিল। কী বিষয়ে আরটিআই ফাইল করা হয়েছিল বা তার কী উত্তর এসেছিল, তা আমার জানা নেই।“

পুলিশের ডেপুটি কমিশনার অক্ষয়রাজ মাকওয়ানা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, “আমাদের ধারণা শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধে সাড়ে ছটার মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে... শনিবার সকাল পর্যন্ত ফোনে সাতটি এসএমএস এসেছে, আএমইআই নম্বর থেকে দেখা যাচ্ছে, সব কটি মেসেজই এসেছে যেখানে মৃতদেহ উদ্ধার হয়েছে, তার কাছাকাছি অঞ্চল থেকে।“

Read the Full Story in English

gujarat
Advertisment