/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/bjp-gujrat.jpg)
গুজরাটে আজ গুরুত্বপূর্ণ নির্বাচনের ফল ঘোষণা। ৮১ টি মিউনিসিপালিটি, ৩১ জেলা পঞ্চায়েত ও ২৩১ টি তালুকা পঞ্চায়েতে আজ ভোটের ফল ঘোষণা, জানিয়েছে গুজরাটের রাজ্য নির্বাচন কমিশন। এই নির্বাচনে গুজরাটে মূলত বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে হয়েছে ত্রিমুখী লড়াই।
৮১টি মিউনিসিপ্যালিটির মধ্যে ভোট হয়েছে ২৭২০ আসনে। যার মধ্যে এখনও ঘোষিত ৭৮৯টি আসন। বিজেপি যার মধ্যে ৬৩১টিতেই জিতে নিয়েছে। কংগ্রেস জিতেছে ১৩৩টিতে। ২৩১টি তালুকা পঞ্চায়েতের মধ্যে মোট ৪৭৭৪ মিটিংয়ে ভোট হয়েছে। আপাতত যার মধ্যে ১৩৪৯টি মিটিংয়ের ফলাফল ঘোষিত হয়েছে। যার মধ্যে বিজেপি ৯৬২ আসনে জিতে নিয়েছে। কংগ্রেস জিতেছে ৩৫৯টিতে। আপ ১০টি ও বহুজন সমাজবাদী পার্টি ৩ আসনে জিতেছে।
এখনও পর্যন্ত পঞ্চায়েত থেকে পুরসভা সবকটিতেই এগিয়ে বিজেপি। ভদোদরা জেলার সাবলি পুরসভায় এই নিয়ে চার বার জয়লাভ করল পদ্ম শিবির। ২৪টি আসনের মধ্যে ১৬টিতেই জিতেছে তারা। অন্যদিকে, রাজকোট জেলায় পঞ্চায়েতও কংগ্রেসের থেকে দখল করল গেরুয়া শিবির। ৩৬টি আসনের মধ্যে ২৬টি আসনেই জয়লাভ করেছে মোদী-শাহ শিবির।
BJP wrests back Rajkot district panchayat from Congress by winning 26 out of 36 seats. Congress tally reduced to just 10 seats. In 2015, Congress had defeated BJP by winning 34 out of 36 seats and had reduced the ruling party to just 2 seats. @IndianExpress@ExpressGujarat
— Gopal Kateshiya (@gopalreports) March 2, 2021
উল্লেখ্য, ৮২৩৫ টি আসনের মধ্যে ৮১৬১ আসনে লড়ছে বিজেপি, ৭৭৭৮ আসনে কংগ্রেস ও আপ লড়ছে ২০৯০ আসনে। এবার লড়াইয়ের মঞ্চে নেমেছে মিমও। রবিবার যে কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হয়েছিল। ভোট পড়েছিল ৫৪.৯৫ শতাংশ। ভোট হয়েছিল মোট ৮২৩৫ আসনে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us